বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ফলোআপ : প্রতারক ও সনদ জালিয়াতকারী ভুঁয়া শিক্ষক অপু বহাল তবিয়তে
ফলোআপ : প্রতারক ও সনদ জালিয়াতকারী ভুঁয়া শিক্ষক অপু বহাল তবিয়তে

বিশেষ প্রতিবেদক ::
১৩ সেপ্টেম্বর একাধিক অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকে এ বিষয়ে মাদ্রাসা ও জেলাব্যাপী তোলপাড় চলছে ৷
বিশ্বসত্মসূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর মাদ্রাসা সুপার ও ম্যানেজিং কমিটির সদস্যেদের উপস্থিতিতে প্রতারক সুদর্শন বড়ুয়া ওরফে অপূর্ব আহমেদ অপু’র জন্ম নিবন্ধন, শিৰাগত যোগ্যতা ও শিৰক নিবন্ধন সনদ সহ একাধিক ডকুমেন্ট উখিয়ার জনৈক কম্পিউটার দোকানে অনলাইনে যাচাই-বাছাই কালে একটির সাথে অপরটি কোন মিল পাওয়া যায়নি৷ কিন্তু রহস্যজনক কারণে মাদ্রাসা কতর্ৃপৰ বিতর্কিত এ প্রতারক শিৰককে স্থায়ীকরণের জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সনদ জালিয়াতির বিষয়ে কোন মিল পাওয়া যায়নি মর্মে উখিয়া প্রকাশিত সংবাদ মাধ্যম উখিয়া নিউজ ডটকমে প্রতিবাদ প্রকাশের মাধ্যমে শাক দিয়ে মাছ ডাকার মত অপচেষ্টার সামিল ছাড়া আর কিছু নয়৷
প্রতারক অপুর মাদ্রাসায় শিৰকতার নামে প্রতারণার ব্যাপারে মাদ্রাসা সুপার মাও: আবদুর রহিমের কাছে জানতে চাইলে তার সনদের মিল পাওয়া যায়নি বলে সত্যতা স্বীকার করেন৷ তবে ইতিপূর্বে মাদ্রাসা কতর্ৃপৰ এ বিষয়ে কিছু অবগত ছিল না সংবাদ প্রকাশের পর অবগত হয়ে তার ফাইল জব্দ করা হয়েছে এবং সকল সনদ যাচাই-বাছাই করে পরবতর্ী পদৰেপ নেয়া হবে বলে তিনি জানান৷
ইতিপূর্বে উক্ত সুদর্শন বড়ুয়া ওরফে অপূর্ব আহমেদ অপু জালিয়াপালং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না হওয়া স্বত্ত্বে কিভাবে সোনার গ্রামের দিদার হোসেনের পুত্র মোহাম্মদ অপু হিসেবে জন্ম নিবন্ধন সনদ ইসু্য করে এ ব্যাপারে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রফিকুল ইসলাম বলেন ২১/১১/২০০৩সালে তিনি কর্মরত ছিলেন না সেই সুবাধে কিভাবে ইসু্য করা হয়েছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না৷ ইউ.পি চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরীর সাথে (০১৮১৭০১৭২৬৩) যোগাযোগ করা হলে, জন্ম নিবন্ধন সনদ ইসু্য করার বিষয়ে সংশিস্নষ্ট ওয়ার্ডের ইউ.পি সদস্য আবু তাহের বলতে পারবেন বলে তিনি বিষয়টি এড়িয়ে যান৷
জালিয়াপালং ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধন সনদ ইসূ্য করে পরবতর্ীতে জাতীয় পরিচয় পত্র তৈরীর জন্য পুনরায় রাজাপালং ইউনিয়ন পরিষদ থেকে অপূর্ব আহমেদ অপু নামে জাতীয়তা সনদ নিয়ে জালিয়াতিতে নতুন মাত্রা যোগ করে এবং জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের তত্কালীন সহকারী শিৰিকা কুররাতুল আইন লাকী নামে এক মহিলা শিৰিকার শিৰক নিবন্ধন সনদ দাপ্তরিক ভাবে নিজের নামে করার অপতত্রপতা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়৷ এছাড়া গত রমজান মাসে উক্ত নারী লোভী অপু বাসায় নিজের স্ত্রীর অনুপস্থিতির সুযোগে উখিয়ায় অবস্থানরত জনৈক সিকদারের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সুত্র নিশ্চিত করেছে৷
এ ব্যাপারে অভিযুক্ত সুদর্শন বড়ুয়ার ওরফে অপূর্ব আহমেদ অপু’র ছোট ভাই রম্নবেল বড়ুয়া তারা ৩ ভাই এবং বড় ভাইয়ের নাম সুদর্শন বড়ুয়া বলে তিনি সত্যতা স্বীকার করেন৷ পূর্ণেন্দু বড়ুয়া নামে তার কোন রক্ত সম্পর্কে কোন নিকটাত্নীয় নেই বলেও তিনি জানান৷ তার বড় ভাই সুদর্শন বড়ুয়া দীর্ঘদিন পূর্বে ধর্মানত্মরিত হওয়ার নামে উখিয়ায় একাধিক নারীর সাথে যৌন কেলেঙ্কারী ও বিয়ের নামে প্রতারণা সহ ভুঁয়া জন্ম নিবন্ধন সনদ ইসু্য এবং একাধিক সনদ জালিয়াতির বিষয়ে তিনি অবগত আছেন কিনা জানতে চাওয়া হলে এব্যাপারে অনেক কাহিনী আছে কিন্তু এ সব বিষয়ে মুখ খুলতে রাজি নয় ছোট ভাই রম্নবেল বড়ুয়া তবে এসব প্রতারণা ও জালিয়াতির বিরম্নদ্ধে উখিয়া ও বান্দরবান থানায় তার বিরম্নদ্ধে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন৷
জীবনের শুরম্ন থেকে সুদর্শন বড়ুয়া ওরফে অপূর্ব আহমেদ অপু’র এহেন নারী কেলেঙ্কারী, দূনর্ীতি ও প্রতারণা মূলক কর্মকান্ডের জন্য সংশিস্নষ্ট বিভাগের উধর্্বতন কতর্ৃপৰের তদনত্ম সাপেৰে দৃষ্টানত্মমূলক শাসত্মি প্রদানের জোর দাবী জানিয়েছে সচেতনমহল৷

      
      
      



    ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি    
    মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১    
    নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন    
    খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ    
    ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার    
    মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২    
    আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ    
    নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং    
    লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ    
    মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪