সোমবার ● ২৯ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আশরাফকে প্রাণ নাশের হুমকিঃ নিরাপত্তা চেয়ে থানায় জিডি।
গত ২৭ মার্চ ২০২১ সংবাদ প্রকাশের জের ধরে মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিক আশরাফ উদ্দিনকে প্রাণনাশের উপর্যুপরি হুমকি দেয়া হচ্ছে ।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় মিরসরাই থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি দায়ের করেছেন আশরাফ নিজে।
জানা গেছে, জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার আরশি নগর ফিউচার পার্কে এক স্কুল ছাত্রীর শ্লীললতা হানির ঘটনায় সংবাদ প্রকাশ করে একটি দৈনিক পত্রিকার মিরসরাই উপজেলা প্রতিনিধি ও মিরসরাই প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো. আশরাফ উদ্দিন গত বৃহস্পতিবার (২৫ মার্চ) সংবাদ প্রকাশের পর তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একের পর হুমকি দিচ্ছে পার্ক কর্তৃপক্ষের লোকজন। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে
এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সাংবাদিক আশরাফ নিজে থানায় সাধারণ ডায়েরি (নং ১৪৩১ তাং ২৭/০৩/২১) দায়ের করেছেন।
এ বিষয়ে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান পিপিএম বলেন, ‘আমরা ডায়েরি গ্রহণ করেছি।
এটির তদন্ত করছেন ওসি অপারেশন দিনেশ চন্দ্র দাশ।’
উল্লেখ্য, আরশিনগর ফিউচার পার্ক নামের প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন দিদার।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী