বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে মহিলার লাশ উদ্বার আটক-২
কাউখালীতে মহিলার লাশ উদ্বার আটক-২
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া মনাইপাড়া হতে পার্শ্ববর্তী উপজেলা রাউজানের ১জন মহিলার লাশ কাউখালী থানা পুলিশ গতকাল রাত্রে উদ্বার করেন।
কাউখালী থানার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার পার্শ্ববর্তী রাউজান উপজেলার ছত্তারপাড়া গ্রামের বাসিন্দা মো. হাছি মিয়ার মেয়ে শাহানা আক্তার (৩২) এর সহিত শমশের নগর এলাকার বাসিন্দা সুলতান আহম্মদের ছেলে মো. সাইদুল ইসলামের (সিএনজি চালক) সাথে ১২ বছর পুর্বে বিয়ে হয় এবং তাদের ঘরে ২টি পুত্র সন্তান রয়েছে। একই এলাকার বাসিন্দা কালু বড়ুয়ার ছেলে সুজন বড়ুয়ার সাথে সাইদুলের বন্ধুত্ব সম্পর্ক তৈরী হয় সেই সুবাদে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে অবাধে আসা যাওয়া করতো এবং সাইদুলের স্ত্রী শাহানা আক্তারের সাথে সুজন বড়ুয়ার অবৈধ পরক্রিয়া সম্পর্ক গড়ে উঠে। এর মধ্যে শাহানা আক্তার সংসারের অভাব অনটনের কারনে চট্টগ্রাম গার্মেন্সে চাকুরী নেয়। মাঝে মধ্যে বাড়িতে আসতো। গত ৪এপ্রিল শাহানা বাড়িতে এসে সন্ধায় সুজন বড়ুয়ার বাড়িতে যায়্। খবর পেয়ে সাইদুল তার স্ত্রী কে আনতে গেলে তার স্ত্রী বাড়িতে ফিরে আসেননী বলে তিনি চলে আসেন তার স্ত্রী পরদিন চট্টগ্রাম গার্মেন্সে চলে যাবেন বলে জানান।
অন্যদিকে গত ৫এপ্রিল সোমবার রাত্রে বেতবুনিয়া মনারটেক মুখছড়ি গ্রামে পাহাড়ের উপর এলাকা বাসি একজন মহিলা পড়ে থাকতে দেখে বেতবুনিয়া পুলিশ ফাড়িকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহানা আক্তার কে মুমুর্ষ অবস্থায় উদ্বার করে সাথে সাথে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে নিহতের পিতা রাুউজান হাসপাতালে যান সেখান থেকে লাশ রাউজান থানায় নিয়ে গেলে রাউজান থানা পুলিশ লাশ কাউখালী থানায় পাঠিয়ে দেন এবং এ ব্যাপারে নিহতের পিতা হাছি মিয়া বাদি হয়ে ৫জন কে বিবাদি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২,তারিখ ৬.০৪.২০২১ ইংরেজি। আইও বেতবুনিয়া পুলিশ ফাড়ির আইসি পুলিশ পরিদর্শক মো. মুহিবুল ইসলাম। পুলিশ মামলার এজাহারভুক্ত ২জন কে আটক করেন। আটককৃতরা হলেন ১,সুজন বড়ুয়া (৪৫) পিতা কালু বড়ুয়া, ২.মো. সাইদুল ইসলাম (৩৫) (সিএনজি চালক) নিহতের স্বামী, উভয় সাং শমশের নগর গুচ্ছ গ্রাম,পশ্চিম রাউজান,চ্ট্টগ্রাম বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্যা পিপিএম জানান। আটককৃতদের রাঙামাটি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেন এবং নিহতের লাশ পোষ্ট মর্টেমের জন্য মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন বলে ওসি বিষয়টি নিশ্চিত করেন এবং এজাহার ভুক্ত বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪