মঙ্গলবার ● ৪ মে ২০২১
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সত্যজিৎ চাকমা’র ওপর হামলাকারীদের শাস্তি দাবি
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সত্যজিৎ চাকমা’র ওপর হামলাকারীদের শাস্তি দাবি
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সভায় সাম্প্রতিক সময়ে পানছড়িতে ইউপি চেয়ারম্যান’র নেতৃত্বে সাংবাদিক এস. চাকমা সত্যজিৎ’র ওপর হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। এই ঘটনায় সত্যজিৎ চাকমা, পানছড়ি থানায় মামলার জন্য লিখিত এজাহার দাখিল করলেও প্রশাসন এখনো পর্যন্ত কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভও প্রকাশ করেন সাংবাদিকরা।
আজ সোমবার বিকেলে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং ২৮০৮)-এর কার্যালয়ে কেইউজে’র সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে এবং সা: সম্পাদক সৈকত দেওয়ান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ২৭ এপ্রিল (মঙ্গলবার) পানছড়ি প্রেসক্লাবের জন্য প্রশাসন প্রস্তাবিত জায়গায় সহকর্মীদের সাথে নিয়ে সাইনবোর্ড লাগাতে গেলে পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাজির হোসেন অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। প্রবীন সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ তার প্রতিবাদ করলে তাঁর নির্দেশে পালিত ক্যাডাররা সত্যজিৎকে কিলঘুষি মেরে মারাত্মক আহত করেন। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ প্রত্যক্ষদর্শীরা বিক্ষুব্ধ হলেও ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই জনপ্রতিনিধির ভয়ে দৃশ্যমান কোন প্রতিবাদ উচ্চারণ করতে পারেননি।
সোমবার বিকেলের সভায় পানছড়ি ছাড়াও জেলাশহর এবং উপজেলাগুলোতে সাংবাদিকদের ওপর প্রভাবশালীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম ও সা: সম্পাদক কানন আচার্য্য, পানছড়ি প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, কেইউজে’র যুগ্ম-সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক, সাবেক অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, আজকালের খবর’র প্রতিনিধি আল মামুন, প্রতিদিনের সংবাদ’র জেলা প্রতিনিধি শংকর চৌধুরী এবং এশিয়ান টিভি’র প্রতিনিধি বিপ্লব তালুকদার।
সভার শুরুতে কেইউজে’র সহ-সভাপতি দুলাল হোসেন’র মা কাজী শামসুন্নাহার বেগম’র মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা পানছড়ির সাংবাদিক এস. চাকমা সত্যজিৎ’র ওপর সংঘটিত হামলার বিচার দাবি করে আরো বলেন, প্রশাসন শিগগির এই ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু কোন ব্যবস্থা গ্রহল করলে সাংবাদিক সমাজের পক্ষ থেতে নিয়মতান্ত্রিক প্রতিবাদী কর্মসূচি পালনেরও প্রত্যয় ব্যক্ত করেন।

      
      
      



    সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা    
    চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত    
    বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ    
    পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন    
    ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন    
    দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন    
    আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত    
    পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী হাসান গ্রেফতার    
    গণমাধ্যমের  স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে    
    রাবিপ্রবি’তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী