বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘন্টা ট্রেন চলাচল
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘন্টা ট্রেন চলাচল

গাজীপুর জেলা প্রতিনিধি :: ( ২ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা : ৬.২৬ মিঃ) সাড়ে ৩ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে৷
যাত্রীরা জানায়, ২ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের লোহাগাছ এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের হুক ভেঙে ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল বন্ধ থাকে৷ এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী৷ এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন৷
জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, শ্রীপুরের লোহাগাছ এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগির হুক (বাফার স্পিং) ভেঙে যায়৷ এতে ট্রেনটি বিকল হয়ে পড়ে এবং ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান জানান, সকাল ১০টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়৷ ট্রেনটি স্টেশন থেকে লোহাগাছা এলাকায় পৌঁছলে ইঞ্জিনের বাফারহুক ভেঙে যায়৷ এতে ট্রেনটি বিকল হয়ে পড়ে৷
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ট্রেনটি মেরামতের কাজে যোগ দেয়৷ ট্রেন বিকল হয়ে যাওয়ায় শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, রাজেন্দ্রপুর স্টেশনে মহুয়ােএক্সপ্রেস ও জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অগ্নিবীণা ট্রেন আটকা পড়েছে৷ এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত