শিরোনাম:
●   দেশকে কল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি : খায়রুজ্জামান ●   রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে ●   রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের আগুনে মুরগির খামার পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   মাদক আশক্ত সন্তান তার পিতা মাতার উপর হামলা ●   জরুরী অবস্থাতেও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার স্থগিত করা যাবেনা ●   ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত ●   নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার ●   জনশুমারি ও গৃহগণনায় বড়ুয়া জনগোষ্ঠীর নাম সংযুক্ত করার আবেদন ●   ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ফেলোগণদের সাথে রাঙামাটিতে মতবিনিময় সভা ●   রাবিপ্রবি’তে পেশাদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ●   ফটিকছড়িতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তিন শিক্ষক গ্রেফতার ●   নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে ●   ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার ●   রাঙ্গুনিয়াতে আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতা মুলক ক্যাম্পেইন ●   কাউখালীতে ১১টি ভারতীয় গরু আটক ●   বেতবুনিয়ায় পিকাপ ভ্যান সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত- ৫ আহত- ২ ●   বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক ●   রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ●   তথ্য চাওয়ায় মসিকের প্রকৌশলী কর্তৃক সাংবাদিকদের গালাগালি ●   সাংবাদিক কামরুজ্জামানের সুস্থতা কামনা করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম ●   রাঙামাটির কাউখালীতে মারমা নারী ধর্ষণের ঘটনায় মূল আসামী ফাহিম চট্টগ্রামে গ্রেপ্তার ●   স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ●   পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর ●   জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব ●   পারভেজ হত্যার প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান ●   ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ ●   ধর্ষক ফাহিম ও রিমন চাকমার শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ●   রাঙামাটি জেলায় গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্খার বাস্তবায়ন ও প্রতিফলন ঘটেনি
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » কঠোর লকডাউনে মোরেলগঞ্জে কর্মহীন মানুষের মানবেতর জীবন
প্রথম পাতা » খুলনা বিভাগ » কঠোর লকডাউনে মোরেলগঞ্জে কর্মহীন মানুষের মানবেতর জীবন
শনিবার ● ১০ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কঠোর লকডাউনে মোরেলগঞ্জে কর্মহীন মানুষের মানবেতর জীবন

ছবি: সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে কঠোর লকডাউনে শ্রমজীবী কর্মহীন নিম্ন আয়ের মানুষ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাবন করছে। কাজ নেই টাকা নেই। ধার দেনা করে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের । কঠোর লকডাউনে সবচেয়ে অহসহায় জীবন যাপন করছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। এ লকডাউনে এরা পায়নি কোন সহযোগীতা । উপজেলার বলেশ্বর নদীর তীর ঘেষা হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা আশ্রয়ন কেন্দ্রটি। এ আশ্রয়ন কেন্দ্রটি ২০০০ সালে ৪ একর জমির ওপর নির্মিত হয়। এখানে বসবাসকৃত ৬টি ইউনিটের ৬০টি পরিবার বসবাস করছে। এখানে বেশির ভাগ মানুষ বয়োবৃদ্ধ। তারপরও এদের কেউ ভ্যান চালিয়ে , মুটে খেটে ও দিনমজুরি করে দিন কাটে। কেউবা পরের ক্ষেতে কৃষাণ খাটে। আশ্রয়ন প্রকল্পের আশ্রিত প্রায়ই মহিলারা পরের বাড়ি ঝি এর কাজ করে। এ নিয়ে যা উপার্জন করে তা দিয়ে অর্ধাহার অনাহারে দিন কাটে তাদের।

একদিকে করোনার ভয়াল থাবা অপরদিকে লকডাউন ও কঠোর লকডাউন এসব খেটে খাওয়া মানুষের কাজ বন্ধ। ঘরে বসে দিন কাটে তাদের। রিক্সা নিয়ে রাস্তায় বের হতে পারছেনা। করোনার সংক্রমন রোধে মহিলাদের ঝি এর কাজ বন্ধ করে দিয়েছে মালিকরা। ঘরে বসে খাওয়ার জন্য নেই এক মুঠো চাল। ধার দেনা করে দিন কাটছে তাদের । এখন আর কেউ তাদের ধারও দিতে চায়না। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে এ পরিবারগুলো।

আশ্রয়নের বাসিন্দা রিক্সা চালক কবির হাওলাদার (৪৮) তার দুই ছেলে ১ মেয়ে স্ত্রী নিয়ে খুবই কষ্টে দিনযাপন করছেন। সোহেল শেখ (৩৮), মজিদ পাইক (৬০), মমতাজ বেগম(৪৫), আবু সৈয়দ পাইক (৪০), হাজেরা বিবি (৩৮) সহ একাধিকরা বলেন, রিক্সা-ভ্যান চালিয়ে অন্যের বাড়িতে ঝিঁ-এর কাজ করে ছেলে মেয়েদের নিয়ে কোন মতে দু’মুটো খেয়ে পড়ে দিন যেতো। লকডাউনে তাও বন্ধ হয়ে গেছে।
হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না জানান, হোগলাপাশা আশ্রয়ন কেন্দ্রে ৬০টি পরিবার কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে। অনাহার অর্ধাহারে দিন কাটছে তাদের। এ লকডাউনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের খাদ্য সহায়তার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, লকডাউনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের করোনার সহায়তার বরাদ্ধ ইতোমধ্যে এসে পৌছেছে। কর্তৃপক্ষের নির্দেশনা অপেক্ষা মাত্র।

মোরেলগঞ্জে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান
বাগেরহাট :: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন আজ ১০ জুলাই শনিবার মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতীর কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
করোনা সামগ্রী বিতরণী উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই- আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, থানা অফিসার ইন চার্জ মো.মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাকি বিল্লাহ,উপজেলা ছাত্রলীগ সভাপাতি মহিদুজ্জামান মহিদ, সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগ প্রমুখ।
সভায় প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিব্রা পরিকল্পনা মন্ত্রনালয়নের স্থায়ী কমিটির সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এমপি বলেন, সারা দেশে করোনা এখন মহামারীর রুপ ধারণ করেছে। স্বাধীনতা যুদ্ধে দেশ বাঁচাতে মুক্তিযোদ্ধারা যেমন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। করোনা থেকে দেশকে বাঁচাতে সকলকে করোনা যুদ্ধে অংশ নিতে হবে এবং জয় হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে করোনা মুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি স্বাস্থ্য ও পরিব্রা পরিকল্পনা মন্ত্রনালয়নের স্বাস্থ্য সেবা বিভাগের সিএমএসডি’র প্রদত্ত ১৫ টি অক্সিজেন সিলিন্ডার, প্লাস অক্সিমিটার এন্ড এক্সটা প্লাস অক্সিমিটার ১০টি এবং অক্সিজেন কনসেনট্রেটর ৫টি মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেন।

মুমূর্ষু রোগীদের বাচাঁতে ফোন করলেই বিনামূল্যে ঘরে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে ফোন করলেই করোনা আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন ভর্তি সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছে মোরেলগঞ্জ ছাত্রলীগ শেখ সারহান নাসের তন্ময় পরিচালিত ’পাশে আছি বাগেরহাট জেলা অক্সিজেন ব্যাংকে’ ব্যানারে একটি সামাজিক সংগঠন। বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারী ও বেসরকারী সকল হাসপাতাল ও ক্লিনিক রোগীতে ঠাসা। প্রায়শই তৈরী হচ্ছে করোনায় মৃত্যু পথযাত্রীদের চিকিৎসার প্রধান সরঞ্জাম অক্সিজেনের তীব্র সংঙ্কট। এক একটি অক্সিজেন সিলিন্ডার যেন নতুন করে বাচাঁর আশা। মুমূর্ষু রোগীদের বাচাঁতে অভিনব এই উদ্যোগ হাতে নিয়েছেন বাগেরহাটের-২ আসনের সংসদ সদস্য এবং বঙ্গবন্ধুর নাতি এমপি শেখ সারহান নাসের তন্ময় উল্লেখ্য, বাগেরহাট অক্সিজেন ব্যাংকের পৃষ্ঠপোষকতা করছেন শেখ তন্ময় । এ অক্সিজেন ব্যাংক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সহ ৯ টি উপজেলায় ছাত্রলীগের মাধ্যমে এ সেবা দিয়ে যাচ্ছে।
মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মনির হোসেন রাজ্জাক বলেন, বাগেরহাটের এ অক্সিজেন ব্যাংকের পৃষ্ঠপোষক গণমানুষের মানবিক নেতা শেখ পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়। তার পৃষ্ঠপোষকতায় এবং বাগেরহাট জেলা ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় মোরেলগঞ্জে ছাত্রলীগ যেখানে শ্বাসকষ্ট সেখানে অক্সিজেন নিয়ে হাজির হয়।
মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রুপম বলেন, আমরা সহ গোটা বাগেরহাটবাসী শেখ তন্ময় ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ। তিনি শুধু তাঁর নির্বাচিত এলাকা নয় এ করোনা এ দুর্যোগকালীন পুরো জেলা নিয়ে ভাবছেন নতুন নতুন ধারণা দিয়ে এবং সেগুলোর প্রয়োগ করে জেলাবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন। বাগেরহাটবাসী তার কাছে ঋণী।

মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবাগত সভাপতি মোঃ মহিদুজ্জামান মহিদ বলেন, বাগেরহাট ২ আসনের এমপি শেখ তন্ময় ভাইয়ের উদ্দ্যোগে বাগেরহাট জেলা অক্সিজেন ব্যাংকের সেবা নিচ্ছেন মোরেলগঞ্জের উপজেলাধীন প্রত্যন্ত অঞ্চলের মানুষ । ছাত্রলীগের মাধ্যমে আমরা এ সেবা দিয়ে যাচ্ছি। রামচন্দ্রপুর ইউনিয়নের আছিয়া বেগম ও সদর ইউনিয়নের মামুন হাওলাদার সহ অনেক শ্বাষকষ্টের রোগীকে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অক্সিজেন সরবরাহ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)