মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় » অনেকেই এখন অনাহারে দিন কাটাচ্ছে, মানুষকে সরকার নিয়তির উপর ছেড়ে দিয়েছে
অনেকেই এখন অনাহারে দিন কাটাচ্ছে, মানুষকে সরকার নিয়তির উপর ছেড়ে দিয়েছে
সরকারের অদূরদর্শিতা ও অব্যবস্থাপনার কারণেই করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে দাবি করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। তারা বলেছেন, দেশে করোনায় মৃত্যু ভয়াবহভাবে বেড়ে চলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জরুরি কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আজ মঙ্গলবার ২৭ জুলাই পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, নির্মল বড়ুয়া মিলন, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, শেখ মোহাম্মদ শিমুল ও জুঁই চাকমা প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী বছর ২১ কোটি টিকা আনার ঘোষণা দিয়ে এখনকার শোচনীয় অবস্থা মোকাবেলা করা যাবে না। টিকা আমদানি তৎপরতা আরো জোরদার করতে হবে। স্বল্পতম সময়ে সর্বস্তরের মানুষকে প্রদানের ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের যেকোনো পরিচয়পত্রের ভিত্তিতে তাতক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা প্রদান কার্যক্রম জোরদার করার দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে খাবার ও জীবিকা থেকে বঞ্চিত হয়ে কোটি কোটি শ্রমজীবী-মেহনতি-স্বল্প আয়ের মানুষ নিদারুণ সংকটে পড়েছে। অনেকেই এখন অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে। এই অভাবি কোটি কোটি মানুষকে সরকার নিয়তির উপর ছেড়ে দিয়েছে। অনাহারি মানুষদের কাছে জরুরি ভিত্তিতে খাবার ও নগদ টাকা পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর