শনিবার ● ৩১ জুলাই ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » দায়বদ্ধতা থাকলে কোন সরকার এরকম নির্দয় সিদ্ধান্ত নিতে পারে না : সাইফুল হক
দায়বদ্ধতা থাকলে কোন সরকার এরকম নির্দয় সিদ্ধান্ত নিতে পারে না : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে কঠোর লকডাউন এর মধ্যে আকস্মিক ভাবে আগামীকাল থেকে গারমেন্টসহ রপ্তানিমুখি শিল্প কারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্তকে দায়িত্বহীন,অমানবিক ও নিষ্টুর হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই সিদ্ধান্তের পর গণপরিবহন বন্ধ থাকা অবস্থায় শ্রমিকদেরকে চাকুরী বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কারখানার উদ্দেশ্যে আসতে হচ্ছে তা অবর্ননীয়। মানুষের প্রতি সামান্যতম দরদ ও দায়বদ্ধতা থাকলে কোন সরকার এরকম স্বেচ্ছাচারী ও নির্দয় সিদ্ধান্ত নিতে পারে না।
বিবৃতিতে তিনি বিষ্ময় ও ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকার মুখে যাই বলুক না কেন বাস্তবে তারা আরও একবার চাপের কাছে অন্যায়ভাবে আত্মসমর্পণ করল। আরও একবার প্রমাণ হোল যে সরকারের মধ্যে যেন গারমেন্টস মালিকদেরও আর একটি সরকার রয়েছে। সরকার এটাও বুঝিয়ে দিল যে শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নয় মালিকদের মুনাফাই তাদের কাছে বড়।
তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত সরকার ও মালিকেরা শ্রমিকদের নিরাপত্তা, পরিবহন ঝুঁকি ভাতা প্রভৃতি কোন ব্যাপারেই শ্রমিকদেরকে দেয়া ওয়াদা তারা রাখেনি।আশংকা এবারও রাখা হবে না।
বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকদের জন্য পরিবহন, শ্রমিকদের টিকা প্রদান, নিরাপত্তা নিশ্চিত করেই কেবল শিল্প কারখানা খোলার পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে
লকডাউন পরিস্থিতিতে অনুপস্থিতির কারণে কোন শ্রমিককে যাতে হয়রানি বা চাকরিচ্যুত করা না হয় তা নিশ্চিত করতে হবে।





বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ