রবিবার ● ১ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » কাউখালীতে জনসাধারণের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে
কাউখালীতে জনসাধারণের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে
মো. ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার জনসাধারণের মধ্য করোনা কভিড ১৯ এর টিকা দেয়ার আগ্রহ বেড়েছে আজ রবিবার ১ আগষ্ট কাউখালী উপজেলার হাসপাতালে পরিলক্ষিত হয়।
কাউখালী হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত ফেব্রয়ারী মাসে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে অনেকে টিকা দিয়েছেন কিন্তু অনেকে আবার করোনার টিকা নেয়নি ইদানিং কালে সব শ্রেনী পেশার লোকজনের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়ে গেছে। কাউখালীউপজেলার স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক টিটু দেওয়ান জানান, গত ফেব্রয়ারীতে শুরু হওয়া করোনা কালিন করোনা টিকা ১ম ডোজ নিয়েছেন ৩০০৫জন, ২য় ডোজ নিয়েছেন ১২৮২জন, বতমানে করোনা টিকা দেয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন সম্পন্ন করা আছে ৫৬৪৩জন এবং কাউখালী উপজেলার প্রবাসী লোকজন করোনা টিকা নিয়েছেন এ পযন্ত মোট ৩৫জন, এবং এ পর্যন্ত গত এক সপ্তাহ করোনা পজিটিভ হয়েছে মোট ১২জন তার মধ্যে হাসপাতালে আইশোলেসনে ভতি রয়েছে মোট ৩জন। পুরুষ ২জন,মহিলা ১জন বলে জানান তিনি।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকায় এবং কাউখালীর আশেপাশে সব শ্রেনী পেশার লোকজনের মধ্যে টিকার আগ্রহ বেড়েছে ।





বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ