শনিবার ● ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » টিকা » নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে করোনা ভ্যাক্সিন প্রদান
নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে করোনা ভ্যাক্সিন প্রদান
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: সরকারী নির্দেশ মোতাবেক সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার কেন্দ্র অত্যন্ত সুশৃঙ্খলভাবে করোনা ভ্যাক্সিন গ্রহণ কার্যক্রম আজ ৭ আগষ্ট শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ঐদিন বিকাল ৪ টা পর্যন্ত করোনা প্রতিষেধক ভ্যাক্সিন টিকা প্রদান করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১৪ টি কেন্দ্রে মোট ৮ হাজার ৪’শ জনকে করোনা ভ্যাক্সিন প্রদান করার টার্গেট ছিল।
স্বাস্থ্যবিধি মেনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন টিকা নিতে মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নবীগঞ্জ সদরের জে,কে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌরসভার ৬ শত এবং সদর ইউনিয়ন এর ৬ শত মিলে মোট ১ হাজার ২ শত পুরুষ মহিলা ভ্যাক্সিন টিকা গ্রহন করেন। শনিবার সকালে জে,কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র টিকা কার্য্যক্রম পরিদর্শন করেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন,নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার,পৌর কাউন্সিলর আব্দুস ছোবান,যুবরাজ গোপ,ফজল আহমদ চৌধুরী,বিএনপি নেতা যোশেফ বখত চৌধূরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন, মহিলা কাউস্নিলর পুর্নিমা রানী দাশ,বাবলু দাশ প্রমুখ। ভ্যাক্সিন কার্য্যক্রমে সেচ্ছাসেবক, সেচ্ছাসেবী সংগঠন একমুঠো হাসি সহ অনান্য সেচ্ছাসেবকগন সহযোগীতা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান,সরকারী বিধি মোতাবেক খুব সুন্দর পরিবেশে নবীগঞ্জে ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের টার্গেট ছিল ১৪ টি কেন্দ্রে মোট ৮ হাজার ৪ শত ভ্যাকাসিন প্রদান। এর মধ্যে ৮ হাজার ৩ শত ৯০ জনকে ভ্যাকাসিন প্রদান করা হয়েছে। অর্জনের হার ৯৯.৮৭%।





নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে
সদ্য পাশ হওয়া বাজেটে মানুষের কষ্ট লাঘবের কোন বার্তা নেই
নবীগঞ্জে শিশুদের কোভিড ১৯ এর টিকার উদ্বোধন
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ
একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি’র আওতায় রাঙামাটিতে করোনার প্রথম ডোজ টিকা নিতে অসংখ্য লোকের ভীড়
প্রথম ডোজ টিকা নিতে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড়
ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা
রাঙামাটি শহরে কাগজপত্রবিহীন করোনা টিকা নিতে পারবে
বিশ্বনাথে ৫৪৩৮ শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন প্রদান
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার গণটিকা প্রদান দ্বিতীয় ডোজ