সোমবার ● ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » টিকা » দেশেই করোনা টিকা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার
দেশেই করোনা টিকা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার
![]()
দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশেই টিকা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার ১৬ আগস্ট বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, সিনোফার্ম চীন থেকে কাঁচামাল সরবরাহ করবে। দেশে টিকা প্রস্তুত করবে ইনসেপ্টা। সরকার এটি কিনে নেবে। টিকার জন্য কত দাম ধরা হয়েছে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দাম নির্ধারণ করা হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘ইনসেপ্টা আমাদের জানিয়েছে, তারা তিন মাসের মধ্যে টিকা দিতে পারবে। প্রতি মাসে চার কোটি টিকা বানাতে পারবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, চীনের রাষ্ট্রদূত লি জিমিং, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুক্তাদির।
বেজিং থেকে চীনের পররাষ্ট্রবিষয়ক এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের কনসাল জি রং, সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিং–উন ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।





নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে
সদ্য পাশ হওয়া বাজেটে মানুষের কষ্ট লাঘবের কোন বার্তা নেই
নবীগঞ্জে শিশুদের কোভিড ১৯ এর টিকার উদ্বোধন
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ
একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি’র আওতায় রাঙামাটিতে করোনার প্রথম ডোজ টিকা নিতে অসংখ্য লোকের ভীড়
প্রথম ডোজ টিকা নিতে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড়
ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা
রাঙামাটি শহরে কাগজপত্রবিহীন করোনা টিকা নিতে পারবে
বিশ্বনাথে ৫৪৩৮ শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন প্রদান
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার গণটিকা প্রদান দ্বিতীয় ডোজ