বৃহস্পতিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১০ লাখ টাকা পরিশোধ করতে না পারায় পারিবারিক অশান্তিতে আত্মঘাতি
১০ লাখ টাকা পরিশোধ করতে না পারায় পারিবারিক অশান্তিতে আত্মঘাতি
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে নিজ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঝুলন্ত অবস্থায় লাশ মিলেছে তিনদিন নিখোঁজ থাকা নজরুল ইসলাম (৫২) নামে এক প্রধান শিক্ষকের। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নজরুল লাশ উদ্ধার করে পুলিশ। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণীকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসি। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। যে কক্ষ থেকে শিক্ষক নজরুলের লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ী থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওইদিন আর বাড়ীতে ফেরেনি সে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়। বাবলু মিয়া বলেন, পারিবারিক কলহের কারণে নজরুল আত্মঘাতি হয়েছে। গ্রামবাসি জানায়, নজরুল তার ভাগ্নের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেয়। এই টাকা পরিশোধ করা না করা নিয়ে পারিবারিক অশান্তিতে পড়ে নজরুল।





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন