বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » রাষ্ট্রায়ত্ত শিল্পখাতকে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে
রাষ্ট্রায়ত্ত শিল্পখাতকে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকলগুলোকে পানির দরে ব্যক্তি মালিকানায় তুলে দিয়ে দেশের অবশিষ্ট রাষ্ট্রায়ত্ত শিল্পখাতকে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে ।সরকারের এই হঠকারী পদক্ষেপ রাষ্ট্রীয় শিল্পের মেরুদণ্ড পুরোপুরি ভেংগে দিচ্ছে।এসব শিল্পের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার সহায় সম্পদ এখন নামেমাত্র মুল্যে মুষ্টিমেয় ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, পাটকল ও চিনিকলে লোকসানের দায় শ্রমিক - কর্মচারীদের নয়।অথচ এজন্য আজ প্রায় ৭০ হাজার শ্রমিক - কর্মচারীদেরকে বেকার করে পথে বসানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতই । তিনি বলেন, সরকারের এই জাতীয় শিল্পবিরোধী সিদ্ধান্তে লক্ষ লক্ষ পাটচাষী ও আখচাষীরাও আজ অস্তিত্বের সংকটে। তিনি বলেন,সরকারের ভুলনীতি,আমলাতান্ত্রিকতা,চুরি, দূর্নীতিসহ সামগ্রিক অব্যবস্থাপনা কারণে এইভাবে জাতীয় শিল্পখাত ধ্বংস হতে পারে না। তিনি অনতিবিলম্বে পাটকল ও চিনিকলসমূহ বাক্তিমালিকানায় তুলে দেবার অপতৎপরতা বন্ধ করে জাতীয় শিল্প রক্ষায় “রাষ্ট্রায়ত্ব শিল্প কমিশন ” গঠন করে তাদের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকলের পুনরুজ্জীবনে সমন্বিত পদক্ষেপ নেবার আহবান জানান।
আজ বিকালে পার্টির কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ সদস্যদের সভা থেকে তিনি এই আহবান জানান। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, এপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা, মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
সভায় আগামী ১ অক্টোবর ২০২১ ঢাকায় অনুষ্ঠিতব্য পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করার আহবান জানানো হয়।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা