বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » গুঁড়িয়ে দেয়া হল পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহর মূর্তি
গুঁড়িয়ে দেয়া হল পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহর মূর্তি
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর একটি মূর্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বন্দর নগরী গাওদারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। স্বাধীনতার জন্য দীর্ঘদিন থেকে লড়াই করছে দলটি।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন বিবিসি উর্দুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি উর্দুকে বিষয়টি নিশ্চিত করে গাওদারের ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত মেজর আবদুল কবির খান জানান, দুষ্কৃতকারীরা আগেই মূর্তির বিভিন্ন অংশে বিস্ফোরক স্থাপন করেছিল। আজ সোমবার ভোরের দিকে সেগুলো বিস্ফোরিত হয়।
জানা যায়, চলতি বছর শুরুর দিকে গাওদারে জিন্নাহর মূর্তিটি স্থাপন করা হয়। স্বাধীনতাকামী সংগঠন বিএলএ এর আগে গত বছর বেলুচিস্তানের জিয়ারত শহরে জিন্নাহর বাসভবন কায়েদে আজম রেসিডেন্সে বিস্ফোরণ ঘটায়। জিন্নাহ তার জীবনের শেষ দিনগুলো ১২১ বছরের পুরনো ওই ভবনটিতে কাটিয়েছিলেন। ভবনটি পাকিস্তানের একটি জাতীয় স্মৃতিচিহ্ন, মনুমেন্ট, হিসেবে স্বীকৃত ছিল।
ডন বলছে, এখন পর্যন্ত হামলার ঘটনায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে গাওদারের ডেপুটি কমিশনার আবদুল কবির খান জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমানে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য সরফরাজ বুগতি। তিনি বলেন, কায়েদে আজমের মূর্তি গুঁড়িয়ে দেওয়ার অর্থ হলো পাকিস্তান রাষ্ট্রের আদর্শের ওপর আঘাত করা। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস