বুধবার ● ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » মানুষের ভোটের অধিকার ছাড়া নির্বাচনে বিজয়ী হবার অগ্রীম ঘোষণা গণতন্ত্র নয় : সাইফুল হক
মানুষের ভোটের অধিকার ছাড়া নির্বাচনে বিজয়ী হবার অগ্রীম ঘোষণা গণতন্ত্র নয় : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশ পরিচালনায় যদি আওয়ামী লীগের কোন বিকল্প না থাকে তাহলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তো বাঁধা থাকার কথা নয়। সরকারের উন্নয়নের রাজনীতিতে জনগণের যদি বিরাট আস্থা থাকে তাহলে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারি দলের দুশ্চিন্তারও কোন কারণ থাকতে পারে না। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে নিজেদেরকে নিজেরাই অগ্রীম সার্টিফিকেট দেওয়াতো গণতন্ত্র নয়। তিনি বলেন, হাবভাব দেখে বোঝা যায় ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আগামীতেও তারা এরকম নির্বাচন দেবেন যে নির্বাচনে তারা ছাড়া আর কেউ জিততে পারবে না।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোন সুযোগ নেই দেশের মানুষের পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও তা এখন জানে। তিনি বলেন, সরকারি দলের নীতি-নির্ধারকেরা প্রতিদিন বিদ্ব্যেষ আর ঘৃণার রাজনীতিকে যেভাবে উস্কানী দিয়ে চলেছেন তা পরিস্থিতিকে ক্রমে আরও বিরোধ-বৈরীতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, মন পরিস্কার থাকলে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠন করা কোন সমস্যা নয়।
আজ সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রেণীপেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী কৃষক সংহতির সংগঠক কামরুজ্জামান ফিরোজ, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্র না থাকলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকশ্রেণীসহ সাধারণ মানুষ। তারা ভোটাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত আন্দোলনের উপর জোর দেন।





১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা