রবিবার ● ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে স্বাস্থ্য মেলা
গাজীপুরে স্বাস্থ্য মেলা

গাজীপুর জেলা প্রতিনিধি :: শিল্প শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য গাজীপুরে স্বাস্থ্য মেলা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে ৷
১২ মার্চ শনিবার দিনব্যাপী মেলাটি গাজীপুর সিটি করপোরশেনের ৩৭ নং ওয়ার্ডের উদ্যোগে বড়বাড়ী কাউন্সিলর কার্যালয় মাঠে মেলার আয়োজন করা হয় ৷
গাজীপুর মহানগরের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ আলী হায়দার খান ৷
কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প ব্যবস্থাপক বুলবুল আহমেদ বলেন, অতি সমপ্রতি পোশাক শিল্পের শ্রমিকদের ওপর একটি জরিপ চালানো হয়েছে ৷
জরিপের ফলাফলে জানা গেছে, বেশিরভাগ শ্রমিক সচেতনতার অভাবে চিকিত্সকের স্মরণাপন্ন হয় না৷ তারা নিজেরাই দোকান থেকে ওষুধ নিয়ে সেবন করে৷ ফলে রোগ জটিল হয়ে উঠে, তারপর চিকিত্সকের শরণাপন্ন হয় ৷
তিনি জানান, মেলায় আগত দর্শণার্থীরা জানতে পারবে তার এলাকায় কোন প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে ৷
৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক চৌধুরী বলেন, শিল্প শ্রমিক ও তাদের পরিবারের লোকজন নানা কারণে তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন নয়৷ তাদেরকে সচেতন করে তুলতে গত ১০দিন যাবত উম্মুক্ত ও প্রাতিষ্ঠানিকভাবে প্রচার চালানো হয়েছে৷ গাজীপুর মহানগরের বড়বাড়ী, চান্দনা এলাকার অর্ধশতাধিক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা মেলার সুফল ভোগ করবে ৷
মেলায় টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কেয়ার বাংলাদেশ, ব্র্যাক, জিএসকে, এফপিএবি, ইউএচপিসহ ১০টি স্বাস্থ্য সচেতন কার্যক্রমে জড়িত প্রতিষ্ঠান অংশগ্রহণ করে ৷





বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ