রবিবার ● ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি :: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখার সম্মেলন ১২ মার্চ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ৷
গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক ৷ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাফিয়া খাতুন সম্মেলনের উদ্বোধন করেন ৷
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলরুবা ফায়জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমা, সহ-সভাপতি অঞ্জলী সরকার, দপ্তর সম্পাদক কামরম্নন্নেছা মান্নান, সদস্য দিলরুবা জামান শেলী, সদস্য স্মৃতি কনা বিশ্বাস, গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেজবাহার বেগম প্রমুখ ৷
প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে বলেন, মায়েদের নাম ছাড়া কোন সার্টিফিকেট হবে না, তিনি যে আইনটি করেছেন এজন্যে জাতির কাছে বিশেষ করে আমাদের মায়েদের বোনেদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন৷ এর চেয়ে সন্মানের জায়গা আর কেউ দিতে পারেননি৷ তিনি আরো বলেন, আগেরবার তিনি (প্রধানমন্ত্রী) ক্ষমতায় এসে মাতৃত্বকালীন ছুটি তিন মাস করেছিলেন, এবছর ৬ মাস এবং একবছর পর্যনত্ম সমপ্রসারণ করছেন ৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ