মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » পরবাস » অহিদ উদ্দিন চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলার প্রার্থী
অহিদ উদ্দিন চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলার প্রার্থী
লন্ডন :: রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন বলেছেন, লিবারেল ডেমোক্র্যাটস আমাকে চার্চফিল্ড ওয়ার্ডে প্রার্থী মনোনীত করায় আমি গর্বিত এবং দলের প্রতি গভীর কৃতজ্ঞা প্রকাশ করছি।
মোহাম্মদ অহিদ উদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটসের স্থানীয় শাখার ভার্চুয়াল বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তার এই কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন।
মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেম প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলার প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি খুবই গর্বিত এবং দলের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তিনি বলেন, এখন আমার প্রধান কাজ হল আমার এলাকার সমস্ত অংশের লোকজনকে এটা বোঝানো যে, লিবারেল ডেমোক্র্যাটরা একটি যোগ্যতাসম্পন্ন দলের অন্তর্ভুক্ত।
অহিদ উদ্দিন বলেন, কভিড-১৯ মহামারীর সবচেয়ে খারাপ সময়ে আমি, অন্য অনেকের মতো, যাদের সাহায্য প্রয়োজন ছিল তাদের সাহায্য করার চেষ্টা করেছি। তিনি বলেন, এই শীতকালে কভিড পরিস্থিতি অত্যন্ত কঠিন হতে পারে তাই যেখানে প্রয়োজন সেখানে আবার সাহায্য করার জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। এ প্রসঙ্গে লিবডেম কাউন্সিলর প্রার্থী অহিদ উদ্দিন আরও বলেন, পার্লামেন্টে লিবডেম এমপিরা এনএইচএস-এ কর্মরত বিদেশী কর্মীদের অনির্দিষ্টকালের জন্য ব্রিটেনে থাকার অধিকার দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছেন। এটি মহামারী চলাকালীন তাদের কাজের স্বীকৃতি এবং সহজ সত্য এই যে এই শীতে আমাদের ওইসব বিদেশী কর্মীদের দরকার আছে।
লিবডেম নেতা অহিদ উদ্দিন বলেন, কপ-২৬ এর ফলাফল কি হতে পারে বা না হতে পারে বা হওয়া উচিত এসব বিষয় নিয়ে লিবারেল ডেমোক্র্যাটস হিসেবে আমাদের প্রতিটি এজেন্ডার শীর্ষে জলবায়ু পরিবর্তন সমস্যার কথা তুলে ধরতে হবে এবং একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে।





রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে
ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান
যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা
বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য
বৃটেনের বিশিষ্ট রাজনীতিবিদ অহিদ উদ্দিন স্বদেশে সংক্ষিপ্ত সফর