সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » অবিলম্বে ডাঃ মুরাদ হাসানকে গ্রেফতার ও তার সংসদ সদস্যপদ বাতিল করুন : শ্রমজীবী নারী মৈত্রী
অবিলম্বে ডাঃ মুরাদ হাসানকে গ্রেফতার ও তার সংসদ সদস্যপদ বাতিল করুন : শ্রমজীবী নারী মৈত্রী
শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গুরুতর নৈতিক স্খলনের দায়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানকে গ্রেফতার ও তার সংসদ সদস্যপদ বাতিল করতে সরকার ও সরকারি দলের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন তিনি যে চরম নারী বিদ্বেষী অশ্লীল আচরণ করেছেন এবং ধর্ষণের হুমকি দিয়েছেন তাতে বহু আগেই তাকে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করা উচিৎ ছিল।তা না করে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে প্রকারান্তরে আইনের শাসনকেই অস্বীকার করেছে।
নেতৃবৃন্দ বলেন , গুরুতর যে চারিত্রিক স্খলনের দায়ে তাকে প্রতিমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে একই কারণে তার সংসদ সদস্যপদ থাকারও কোন সুযোগ নেই।
তারা উল্লেখ করেন , সাবেক প্রতিমন্ত্রীকে যেভাবে দেশ ছাড়ার অনুমতি দেয়া হল সেটাও জনগণের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা উল্লেখ করেন কানাডায় ইমিগ্রেশন এর আপত্তি ও তার কানাডায় প্রবেশের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের মুখে কোথাও ঢুকতে না পেরে ডাঃ মুরাদকে আবার দেশে ফেরত আসতে হয়েছে।
নেতৃবৃন্দ বলেন , ডাঃ মুরাদের অপরাধের অর্ধেকও যদি কোন বিরোধী দলীয় সংসদ সদস্য করতেন তাহলে বহু আগেই তাকে জেলখানায় যেতে হোত।
নেতৃবৃন্দ কোন তালবাহানা বা সময়ক্ষেপণ না করে দ্রুত তাকে আইনী হেফাজতে এনে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করার দাবি জানান।





আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান