বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা » ৬৯ এর গণ অভ্যুত্থানের বীর শহীদ আসাদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
৬৯ এর গণ অভ্যুত্থানের বীর শহীদ আসাদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আজ সকালে ‘৬৯ এর মহান গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে আসাদ স্মৃতিবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক , পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, কেন্দ্রীয় কমিটির সদস্য শিকদার হারুন রশীদ মাহমুদ , স্নিগ্ধা সুলতানা ইভা , কামরুজ্জামান ফিরোজ, ঢাকা মহানগর কমিটির নেতা মোহাম্মদ রিয়ালসহ পার্টির কর্মী সংগঠকেরা।
পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শহীদ আসাদসহ যাদের রক্তের পথ ধরে আমাদের মুক্তিযুদ্ধ - স্বাধীনতা, পরিতাপের বিষয় হচ্ছে রাষ্ট্র ও সরকার তাদেরকে উপযুক্ত সম্মান জানাতে পারেনি।রাষ্ট্রীয় উদ্যোগে এসব বীর শহীদদের স্মরণ করা হয় না। তিনি বলেন, আমাদের শাসকগোষ্ঠী আজ ইতিহাসও দখল করে নিয়েছে। এরা শহীদদের অর্জিত ফল ভোগ করছে, অথচ তাদেরকে মর্যাদা দেয়না।
তিনি বলেন, আসাদের মন্ত্র ছিল জনগণতন্ত্র; কিন্তু এখানকার সরকার জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে আজ পাকিস্তানি স্বৈরশাসকদের ধারায় দেশকে ঠেলে দিয়েছে। তারা পাকিস্তানি জমানার মত এক দেশে দুই সমাজ - দুই অর্থনীতি কায়েম করেছে।
তিনি এই দুরাবস্থা থেকে বেরিয়ে আসতে আসাদের সাম্যভিত্তিক গণতান্ত্রিক চেতনায় নতুন গণজাগরণ গড়ে তোলার ডাক দেন।





দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক