শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৩ দিনে ২ আত্মহত্যা : জনমনে উৎকন্ঠা
মিরসরাইয়ে ৩ দিনে ২ আত্মহত্যা : জনমনে উৎকন্ঠা
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে তিন দিনে দুইটা আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকায় দেনার দায়ে সুমি আক্তার (৩০) নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। সে দক্ষিণ মেহেদীনগর গ্রামের সৌদি প্রবাসী মহি উদ্দিনের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেহেরি খাওয়ার জন্য জেগে উঠলে ঘরের লোকজন সুমির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়াকে খবর দেয়। পরে চেয়ারম্যান জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সৌদি প্রবাসীর স্ত্রী সুমি বিভিন্ন কারণে পারিবারিক প্রয়োজনে ক্ষুদ্র ঋনদানকারী সংস্থা (এনজিও) থেকে ৫/৬ লক্ষ টাকা ঋন নিয়ে কিস্তির টাকা দিতে না পারায় মনের ক্ষোভ, কষ্টে আত্মহত্যা করেছে।
অপরদিকে বৃহস্পতিবার (৭ এপ্রিল) জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় বেদে পাড়ায় মা এবং বড় বোনের উপর অভিমান করে তানিয়া আক্তার (২৪) নামে একজন আত্মহত্যা করেছে। নিহত তানিয়া ঐ এলাকার আব্দুল সোবহানের মেয়ে এবং ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে খবর পেয়ে জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড়ের বেদে পাড়া থেকে তানিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। গৃহবধূ তানিয়া বাবার বাড়িতে বেড়াতে আসলে বৃহস্পতিবার সকালে বাচ্চার কান্নাকাটি নিয়ে বড় বোন এবং মায়ের সাথে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমানে সকাল সাড়ে নয়টার দিকে শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বিকেলে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মাত্র তিন দিনের মধ্যে পর পর দুইটা আত্মহত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন