বুধবার ● ২২ জুন ২০২২
প্রথম পাতা » পরবাস » গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা সভা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা সভা অনুষ্ঠিত
লন্ডন,২১ জুন ২০২২ :: গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার শফি আহমেদ মুন্নাসহ কাউন্সিলর কবির হোসেন, বেলাল উদ্দিন ও টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র ময়েম তালুকদারকে সম্বর্ধনা জানিয়েছে। নর্থ লন্ডনের ঔয়ুক উড এর করিয়েনডার রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যায় এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনার জবাবে সম্বর্ধিত টাওয়ার হ্যামলেটসের স্পিকার শফি আহমেদ মুন্না গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের সকল ট্রাস্টিকে ধন্যবাদ জানিয়ে বলেন তার ও অন্যান্য প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য দেউলগ্রাম ট্রাস্টের ট্রাস্টিদের প্রতি আমি কৃতজ্ঞ। গ্রেটার দেউলগ্রাম ট্রাস্টের সহ-সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও সম্পাদক ফখরুল ইসলাম, ও সুলতান আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সুহেল আহমেদ।
সম্বর্ধিতদের ফুলের স্তবক হাতে তুলে দেন আব্দুল আজিজ , সুফিয়ান আহমেদ, সমির উদ্দিন, মতিউর রহমান, মনোয়ার আহমেদ, ময়নুল, হেলাল আহমেদ ও মাহবুব আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুস্তাফিজুর রহমান, হেলাল উদ্দিন, আক্তার হোসেন, আব্দুল বাতেন ও ফারুক আহমেদ।
বক্তৃতা করেন ডেপুটি মেয়র ময়েম তালুকদার, কাউন্সিলর কবির হোসেন, কাউন্সিলর বেলাল উদ্দিন। সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ও বিকল্পধারা ইউকের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, এডভোকেট এবাদ হোসেন, কোষাধ্যক্ষ মাহবুব আলম, মনজুর আহমেদ, সুহেল আহমেদ, গুলজার হোসেন, দুলাল আহমেদ, মাহবুব আলম , হারুন-অর-রশিদ, ময়নুল ইসলাম, আবুল আজাদ সেবুল, রওশন আহমেদ, হেলাল আহমেদ, মুজিবুর রহমান, আজিম উদ্দিন, আব্দুল বাতেন, আক্তার হোসেন, আব্দুল হাকিম প্রমূখ।
সভার সভাপতি সালেহ আহমেদ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরে আমন্ত্রিতদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।





রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে
ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান
যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা
বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য
বৃটেনের বিশিষ্ট রাজনীতিবিদ অহিদ উদ্দিন স্বদেশে সংক্ষিপ্ত সফর