শনিবার ● ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাগান্না ইউপির উদ্যোক্তা মাসুদুর এর বিরুদ্ধে দুর্ব্যবহার ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
সাগান্না ইউপির উদ্যোক্তা মাসুদুর এর বিরুদ্ধে দুর্ব্যবহার ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাসুদুর রহমান এর বিরুদ্ধে ইউনিয়নে সেবা গ্রহন করতে আসা মানুষের সাথে প্রায়ই দুর্ব্যবহার, বাকবিতন্ডা, অতিরিক্ত অর্থ আদায় এমনকি মারামারির মত ঘটনার অভিযোগ পাওয়া যায়। অনেক সেবা গ্রাহক হয়রানি এড়ানোর ভয়ে এসব বিষয়ে কোন জায়গায় কোন অভিযোগ করতে চান না। ভুক্তভোগি গ্রাহকরা জানান, জন্ম নিবন্ধন নিয়ে সপ্তাহের পর সপ্তাহ তার পর আবার ভুল সংশোধনি হলে আরও বেগ পেতে হয়। অতিরিক্ত টাকা দিলে তাদের কাজ আগে হয়ে যায়। তাছাড়া এক একটি নিবন্ধনে ২০০ থেকে ৫০০টাকা এমনকি ১হাজার টাকাও খরচ হয়ে যায়। তাছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্য ভাতার কার্ড নিয়েও ভুগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত জনগণকে। ইউনিয়ন পরিষদে বসেই করেন পাসপোর্ট অফিসের দালালি। স্থানীয়দের কাছে পাসপোর্টের ফরম পূরণ থেকে পাসপোর্ট করিয়ে দেওয়া বাবদ অতিরিক্ত টাকা হাতিয়ে নেন এই মাসুদুর রহমান। এর আগেও একাধিকবার এর বিরুদ্ধে লেখালেখি হয়েছে কিন্তু ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেন নি। এই মাসুদুর রহমান স্থানীয় জামায়াত শিবির দ্বারা নিয়ন্ত্রিত এবং সাবেক বিএনপি’র চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুনের নিয়োগ প্রাপ্ত বিএনপি’র চর। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ঘৃনা করে এবং তাদের সাথে প্রায়ই খারাপ আচরণ করে যাতেকরে বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের দুর্নাম হয়। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাকের এক লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২আগস্ট ১০টাকা কেজি দরের একটি চাউলের কার্ড করতে এলে তার সাথে চরম দুর্ব্যবহার করে, এমনকি বাকবিতন্ডার এক পর্যায়ে উদ্যোক্তা মাসুদের হাতে থাকা কাঁচি দিয়ে তাকে আঘাত করে রক্তাক্ত করে। এসময় তার সাথে মাসুদের সহকর্মীরাও চড়াও হয়ে কিলঘুষি মারে এতে লোকটি আহত হয়ে পড়ে। বিষয়টি সুষ্ঠু বিচারের জন্য এবং চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। এবিষয়ে সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন আমি বিষয়টি শুনেছি তাদের মধ্যে হাতাহাতি হয়েছে দুই একদিনের মধ্যে ইউনিয়ন পরিষদে বসে বিষয়টি শুরাহা করব।
মহেশপুরের কপোতাক্ষ নদে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু
ঝিনাইদহ :: পানিতে ডুবে ঝিনাইদহের মহেশপুরে জিম (১৪) ও সাব্বির (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় কপোতাক্ষ নদ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। শিশু জিম মহেশপুর শহরের হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে। অন্যদিকে সাব্বির হোসেন একই পাড়ার রহমত আলীর ছেলে। মহেশপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুস সোবাহান হাওলাদার জানান, শুক্রবার দুপুরে জিম ও সাব্বির মহেশপুরের কপোতাক্ষ নদে গোসল করতে নামে। গোসলে নেমে তারা ছোট্র একটি ডিঙ্গি নৌকায় চড়তে যায়। নৌকাটি উল্টে তাদের গায়ের উপর পড়ে। তিনি আরো জানান, এ সময় সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে এসে জানালে আত্মীয় স্বজনরা কপোতাক্ষ নদে খোঁজ করতে থাকে। খবর পেয়ে বিকাল ৩টার দিকে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা নদের পাড়ে শিশুদের সেন্ডেল দেখে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৪টার দিকে জিম ও সাব্বিরের মৃতদেহ একটি ডিঙ্গি নৌকার নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করে। এদিকে মহেশপুর হাসপাতাল পাড়ার দুই শিশুর এক সঙ্গে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জিম ও সাব্বিরের স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। তাদের সহপাঠীরাও ডুকরে ডুকরে কাঁদছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কিভাবে শিশু দুইটির সলিল সমাধি ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবতীর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে বৈশাখি খাতুন (২২) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট,২২) উপজেলার ভবানীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। বৈশাখি ভবানীপুর গ্রামের বাবুল মালিতার মেয়ে। কর্তবত্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে রক্তশূন্য হয়ে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকালে নিজ ঘরে বৈদ্যতিক সুইচ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তবত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি আরো জানান।
প্রতিবেশীকে শায়েস্তা করতে মহেশপুরে বিষ প্রয়োগ করে ৩২টি হাঁস মেরে প্রতিশোধ
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে প্রতিবেশীকে বিভিন্ন সময় দা দিয়ে কোপানোর ভয় দেখিয়ে তাতে কাজ না হওয়ার কারনে তাকে শায়েস্তা করতে এবার ৩২টি হাঁস ধানের সাথে বিষদিয়ে মেরে প্রতিশোধ নিলেন আলাউদ্দীন। হাঁস মেরেও ক্ষ্যান্ত হয়নি আলাউদ্দীন। এবার হাঁসের মালিক প্রতিবেশী তারমিনাকে কোপানোর হুমকি শুরু করে দিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভাবদিয়া গ্রামে। থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, ভাবদিয়া গ্রামের তারমিনা বেগমের সাথে প্রতিবেশী আলাউদ্দীনের মধ্যে বেশ কিছুদিন ধরে শত্রুতা চলে আসছে। বিভিন্ন সময় আলাউদ্দীন প্রতিবেশী তারমিনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দা দিয়ে কোপানোর ভয় দেখিয়ে আসছে। শুক্রবার সকালে তারমিনা বেগম তার হাঁস গুলো ছেড়ে দিলে প্রতিবেশী আলাউদ্দীন ধানের সাথে বিষ দিয়ে তারমিনা বেগমের ৩২টি হাঁস মেরে ফেলে। এ ঘটনায় তারমিনা বেগম বাদি হয়ে আলাউদ্দীকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হায়াত আলী জানান, অভিযোগটি হাতে পেয়ে ভৈরবা পুলিশ ফাঁড়িকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
মহেশপুরে মানবপাচার মামলায় ইউপি সদস্য আটক
ঝিনাইদহ :: মানবপাচার মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর আহমেদ মিলনকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহেশপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত তানভীর উজ্জলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে এবং নাটিমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয়রা জানান, তানভীর আহমেদ মিলনের দুবাই প্রবাসী বোন জোসনার সাথে যোগসাজসে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। কিছু মানুষকে দুবাই পাঠালেও কোন কাজ দিতে পারেনি। ফলে প্রবাসে মানবেতর জীবনযাপন করে সর্বশ হারিয়ে দেশে ফিরে আসে তারা। এভাবেই একাধিক মানুষের সাথে প্রতারণ করেন মিলন। গত ২আগস্ট প্রতারিত এক ব্যক্তি দেশে ফিরে মহেশপুর থানায় তানভীর আহম্মেদ মিলনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার জানান, মানবপাচার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্থানীয় ভাবে তানভীর আহমেদ মিলনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, মানবপাচার মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ