শনিবার ● ৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » রাউজানে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজানে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে বিয়ের ১৯ দিনের মাথায় জাহেদা আফরিন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২-সেপ্টেম্বর শুক্রবার সকালের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘীর এলাকার গণির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, গত আগস্ট মাসে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জহির চেয়ারম্যানের বাড়ির সাপলেজা পাড়ার মো: ইউসুফের মেয়ে আফরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো: ইসমাইলের সাথে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয়। নিহতের ভাই মো: ইব্রাহিম বলেন, আমার বোনকে তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বোনকে বিয়ে দেয়ার ১৯ দিনের মধ্যে তাকে একবারও বাড়িতে নিয়ে যেতে দেয়নি তারা। আমার বোনের স্বামী নেশাগ্রস্ত ছিল। আমার বোনকে তারা হত্যা করেছে। প্রশাসন এর কাছে এটার সঠিক বিচার দাবি করেছেন ভাই ইব্রাহিম। তিনি জানান আর কারো বোন যাতে এমন ঘটনার শিকার না হন। এদিকে শ্বশুরবাড়ির লোকজন বলছেন, সকালে চা-নাস্তা করে রুমের দরজা বন্ধ করে সেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ তারা নিচে নামিয়েছেন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে গৃহবধূর লাশ খাটে পড়ে থাকতে দেখি। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনার বিষটি নিশ্চিত করে বলেন, গৃহবধূর মুত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। রিপোর্ট হাতে পেলে ঘটনার আলামত কি জানা যাবে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪