সোমবার ● ৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আন্তর্জাতিক » সমমর্যাদার ভিত্তিতে ভারত - বাংলাদেশ দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে হবে : কার্তিক পাল
সমমর্যাদার ভিত্তিতে ভারত - বাংলাদেশ দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে হবে : কার্তিক পাল
![]()
 বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  কংগ্রেসে আমন্ত্রিত ভারতের কমিউনিস্ট পার্টি (এম - এল) লিবারেশন এর পলিটব্যুরোর সদস্য  কমরেড কার্তিক  আজ বিকালে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বলেন, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে  হবে। তিনি বলেন প্রতিবেশীর নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত না করে নিজের নিরাপত্তা ও স্বার্থও নিশ্চিত করা যায়না।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ফ্যাসিবাদ আজ বড় বিপদ হিসাবে  আবির্ভূত হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের পথে ফ্যাসিবাদী দুঃশাসন পরাজিত করে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ স্বৈরতান্ত্রিক ও নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে  এই অঞ্চলের  মুক্তিকামী মানুষের ঐক্যবদ্ধ গণসংগ্রামের উপরের গুরুত্ব আরোপ করেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ভারতের কমিউনিস্ট নেতা বাসুদেব বসু, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাচ্ছু ভূইয়া, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা  অধ্যাপক আবদুস সাত্তার, নজরুল ইসলাম, নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাকিব আনোয়ার , জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় মুক্তি কাউন্সিলের  রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ, ফারুক হাসান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান ও আনছার আলী দুলাল প্রমুখ।

      
      
      



    অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক    
    বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা    
    পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর    
    মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে    
    গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা    
    রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক    
    নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন    
    ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প    
    ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর    
    নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস