বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই
রাউজান অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই
আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মাইজ্জা মিয়ার ঘাটা এলাকায় বুধবার ১৮ জানুয়ারী সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ঐ তিন প্রতিষ্ঠানের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, বদিউল আলমের মালিকানাধীন দোকানের জন্য পণ্য মজুত রাখা দুটি গুদামঘরে ও খাজা টেইলার্স নামের দর্জির দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কালুরঘাট ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. কামাল জানান, দোকানে থাকা বড় থান কাপড়, বিভিন্ন কাস্টমারের অর্ডার নেওয়া কাপড়, টেইলার্সের সেলাই মেশিনসহ অন্যন্যা মালামাল পুড়ে ছাই। ঘটনাস্থল পরিদর্শন করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল তিনি সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
চুয়েটে মাদক সেবনে অভিযুক্ত ৪ শিক্ষার্থী এক বছরের জন্য বহিস্কার
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েটে) বাসে মাদক গ্রহণের অভিযোগে অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে । বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ ও আমানত উল্লাহ। তারা ৪ জনই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র। এই এক বছরে তারা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কৃত থাকবে৷ সেই সাথে তারা হলে অবস্থান করতে পারবেনা। এমনকি হল এলাকায় প্রবেশ করতেও পারবেনা। গত মঙ্গলবার স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি ও পরিচালকের সদস্য সচিব স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ, গত ১৩ই ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে চুয়েটে রাত্রিকালীন ক্যাম্পাসে ফেরার সময়ে তারা বাসে মাদক গ্রহণরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ঘটনার বিষয়ে গত ১৪ই ডিসেম্বর জরুরী ডিসিপ্লিন কমিটির সভা ডাকেন চুয়েট প্রশাসন। ডিসিপ্লিন কমিটিতে মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ এবং আমানত উল্লাহকে এক বছরের জন্য সাময়িক একাডেমিক বহিস্কার করা হয়।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন রাউজানের সাঈদ
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন মোহাম্মদ সাঈদ আলম (৪০) নামের ইপসার এক কর্মকর্তা।
১৮ জানুয়ারি বুধবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাঈদ আলম উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াসিন নগর গ্রামের তালুকদারের বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার এরিয়া ম্যানেজার হিসেবে এনজিও সংস্থা ইপসাতে কর্মরত ছিলেন। রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব শীল এই বিষয়ে নিশ্চিত করেন। জানা যায়, গত ৮ জানুয়ারি সকাল ৭ টার দিকে বাড়ি হতে মোটরসাইকেল যোগে অফিসের কাজে পথেরহাট হয়ে চট্টগ্রাম নগরীর অফিসে যাচ্ছিলেন। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা নামক স্থানে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। এই সময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পথেরহাটে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে ৬ বছর ও ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রেখেযান।





মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম