রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১২
রাউজানে জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১২
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১২ নারী-পুরুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী বাচা মিয়া সারাংয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রওশন (৩৭), মো. আনোয়ারের দুই ছেলে মো. তারেক (৪১), আরিফ (৩৫), নুরুল আবছারের ছেলে আলমগীর (৪০), আলমগীরের চাচাতো বোনের জামাতা ও রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের এজালাশ মিয়ার ছেলে রাসেল (২৫), খোরশেদুল আলমের স্ত্রী কৌহিনুর আকতার (৩৩), নুরুল হাকিমের স্ত্রী রুনা আকতার (৩১)। তাদের বিপরীত পক্ষের প্রয়াত আলী আকবরের ছেলে মো. হোসেন (৪৫), মো. হাসান (২৮), জয়নাল আবেদীনের স্ত্রী কুনসুমা আকতার (৩৫) ও মেয়ে মায়া আকতার (১২) ও ফিরোজ মিয়ার স্ত্রী খালেদা বেগম (৩৬)। উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র, লাঠিসোটা দিয়ে একপক্ষের সঙ্গে অন্যপক্ষের মারামারিতে ১২জন আহত হন। উভয়পক্ষের আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেন। পরে থানায় অভিযোগ দায়ের করেন আহত আলমগীরের পক্ষ।ঘটনায় আহত মোহাম্মদ আলমগীর বলেন, বহিরাগত সন্ত্রাসী এনে প্রতিপক্ষের লোকজন আমাকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিপরীত পক্ষের মো. হাসান বলেন, তারা আমার ঘরের সামনে এসে হামলা চালিয়েছে। আমাদের পক্ষের কয়েকজন আহত হয়েছে। রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, ‘এখনো পর্যন্ত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত