মঙ্গলবার ● ৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ২ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার-২
মিরসরাইয়ে ২ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার-২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে পৃথক দুটি অভিযানে ২ হাজার পিস ইয়াবা সহ দু’জনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। যাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছে। রোববার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ইয়াবা সহ গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজার জেলার উখিয়া থানার কুতপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সুলতানের পুত্র আবু বক্কর (৩৪)। এইসয় তার কাছ থেকে ১ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর ব্যক্তি হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার হোগলপাতী এলাকার মো. হারুন শেখের পুত্র ফেরদাউস শেখ (২৬)। তার কাছ থেকে ৬ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, রোববার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশের দুটি টিম। অভিযানে লক্ষীপুর গামী শাহী পরিবহরে একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-ব-১৫-২১৮৯) হতে ১৪’শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আবু বক্কর (৩৪) ও অপর একটি অভিযানে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রী বাহীবাস (ঢাকা-মেট্টো-ব-১৫-৬০২০) ৬শ পিস ইয়াবাসহ ফেরদাউস শেখ (২৬) কে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করে সোমবার (৩ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।





জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন