বুধবার ● ১২ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কাপ্তাই সড়কে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই-মহাসড়কে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সৈয়দা সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিলো লাল রঙের গেঞ্জি ও একটি কালো রঙের প্যান্ট। তার গলা কাটা ছিলো।
জানা যায়, ঘটনার পর লাশটি সিএনজি চালক নাছির নামের এক ড্রাইবারকে জোর করে ঘটনাস্থল থেকে কয়েকজন লোক (চট্টগ্রাম-থ ১৪-২৮১৮) গাড়িতে তুলে দেন। গাড়িতে তুলে দেওয়া সময় তারা জানান সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে গাড়ি চালক মানবিক কারণে লাশটি সেখান থেকে রাউজানের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেইটে এনে রাখেন। তিনি জানান চুয়েট ক্যাম্পাসের এম্বুলেন্স যোগে তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানোর জন্য চুয়েটে আনা হয় বলে জানান চালক নাছির। পরে লাশ রাখার পাশে ছিলো চুয়েট পুলিশ ফাঁড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে রাউজান থানায় বিষয়টি জানান। পরে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন দ্রুত এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যাইনি। চুয়েটের ঘটনাস্থল থেকে লাশটি রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম