মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত মনোরঞ্জন
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত মনোরঞ্জন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে এসএসসি (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। এর আগে ১৯ সেপ্টেম্বরে জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি শাকিল আহমেদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব হোসেন আলী স্বাক্ষরিত একটি ফলাফলের তালিকা প্রকাশ করা হয়।
তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বে ২য় বার প্রাথমিক শিক্ষা পদকে পেয়েছেন। কোভিড-১৯ পরবর্তী সময়ে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। নিয়মিত সকালে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান। কোমলমতি শিশুদের আকৃষ্ট করতে পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন। গরীব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, টিফিন বক্স, শিক্ষা উপকরণসহ নানা খেলার সামগ্রী উপকরণ হিসেবে উপহার দেন।
শিক্ষানুরাগী মনোরঞ্জন মোহন্ত ভুট্টু ১৯৭৩ সালে উপজেলার রানীগঞ্জ নুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত সনাতন পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি দীর্ঘদিন সাংবাদিকতার পাশাপাশি বর্তমানে রানিগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
জেলার প্রাথমিক শিক্ষা পদকে প্রাপ্ত শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, কোমলমতি শিশুদের ক্লাসে গিয়ে কথা বলা শিশুদের সঙ্গে মেশা আমার এক আনন্দের বিষয়। আমি নিয়মিত দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। শিশুদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনাই এবং তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের বই উপহার দেই । কারণ আজকের দিনের এই শিশুরা আগামীতে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বলে আমি আশাবাদী। আমার এই পদক আগামিতে আমাকে ভালো কাজে আরো উৎসাহ জোগাবে।





পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১
পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন
পার্বতীপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা
সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে : বিএফইউজে সভাপতি
পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ
পার্বতীপুরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান