শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আল জামিয়াতুল কুরআনিয়া খালবলা বাজার মাদরাসার সাবেক মুহতামি মাওলানা হিফজুর রহমান সালমানীর সমকামিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শুক্রবার জুমার নামাজের পর আঠারবাড়ি গো-হাটা বাসষ্ট্যান্ডে এলাকার সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ইসলামের দৃষ্টিতে সমকামীতা অবৈধ উল্লেখ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সমকামীতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্টতম পাপ। মহান আল্লাহ্ পৃথিবীর কয়েকটি জাতিকে এই পাপের কারণে পাহাড় চাপিয়ে ধংস করে দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা হিফজুর রহমান মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদেরকে এই নিকৃষ্ট পাপাচারে বাধ্য করছেন। মানববন্ধনে মাওলানা হিফজুর রহমানকে দ্রুত গ্রেফতার করে ইসলামী শরিয়ত অনুযায়ী শাস্তির দাবি জানানো হয় প্রশাসনের নিকট। সমকামিতার বিচার না পেলে আগামী সোমবার বড় আকারে মানববন্ধন করার আহবান জানিয়ে মানববন্ধন শেষ করেন।
এলাকার সচেতন নাগরিক বৃন্দের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, আল জামিয়াতুল কুরআনিয়া খালবলা বাজার মাদরাসার সাবেক শিক্ষক মুফতি মাছুম বিল্লাহ, সাবেক শিক্ষার্থী মাওলানা জয়নাল আবেদিন লাদেন, হাফেজ আসাদুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদি হাসান প্রমুখ।





মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ