মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটকে সবার সহযোগিতায় বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে
চুয়েটকে সবার সহযোগিতায় বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে

রাউজান প্রতিনিধি:: (৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, চুয়েট পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে আমরা বিশ্বমানের হিসেবে গড়ে তুলব।
এ লক্ষ্য আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি মঙ্গলবার ১৯ এপ্রিল চুয়েটের পশ্চিম গ্যালারিতে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
চুয়েটের পশ্চিম গ্যালারিতে আজ বিকেল অনুষ্ঠিত মতবিনিময়কালে কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন কম্পট্রোলার অব একাউন্টস মো: মাসুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্ত্তীসহ কর্মকর্তা সমিতির সভাপতি ডা: মীর মুরতজা রেজা খান, সাধারন সম্পাদক আমীন মো: মুসা, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইকরাম, সাধারন সদস্য কবীর আহমেদ ভূইয়া। কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো: জামাল উদ্দীন, সাধারন সদস্য মুহাম্মদ শহিদুজ্জামান ও আবদুল আল হান্নান ।
ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েট পরিবারের প্রত্যেকের কাজই মূল্যবান। এখানে সকলকে মূল্যায়ন করা হবে। সকলের সার্বিক অবদানে একটি প্রতিষ্ঠান এগিয়ে যায়। এই বিশ্ববিদ্যালয়ও সেভাবে এগিয়ে যাবে। আমি বর্তমানে প্রো-ভিসি পদ থেকে ভারপ্রাপ্ত ভিসি পদে এসেছি। এর আগে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে আরো ৪জন দায়িত্ব পালন করেন। আমি সকলের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। বিশেষ করে সদ্য বিদায়ী ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমকে তাঁর সার্বিক অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ
ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে অকৃত্রিমভাবে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যেতে হবে। আমাদের এখনো অনেক কাজ বাকি। সেসব কাজ আমরা সকলের সার্বিক সহযোগিতায় সম্পাদনে আগ্রহী। এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রার জন্য যা যা করা দরকার সবই আমরা করব। ক্যাম্পাসকে শান্ত ও কার্যকর রাখতে আমাদেরকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যা ন্যায়সংগত প্রাপ্য তাকে তার অধিকার অবশ্যই প্রদান করা হবে। কাউকে অন্যায়ভাবে বঞ্চিত বা হেয় করা হবে না। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আর কিছু সম্পদও আছে। আমাদের এসব মাথায় রেখে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে হবে ।





ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত