সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ঢাকা » ফুলবাড়ী গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
ফুলবাড়ী গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
ঐতিহাসিক ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ১৮ তম বার্ষিকীতে আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার, এডভোকেট ফায়েজুর রহমান মুনির, ঢাকা মহানগর কমিটির সদস্য জোনায়েদ হোসেনসহ পার্টির ঢাকা মহানগর কমিটির নেতা কর্মীরা।
পরে দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ফুলবাড়ী দিবসের আলোচনা সভায় পার্টির সাধারণ সম্পাদক বলেন, ফুলবাড়ীর অভ্যুত্থান ছিল দেশের কয়লা সম্পদসহ জাতীয় সম্পদ ছিল ; আর ২০২৪ এ ছাত্র জনতার অভ্যুত্থান ছিল জনগণের অধিকার আর মুক্তি অর্জনের।
তিনি বলেন, বিপ্লবের পর যেমন প্রতিবিপ্লবের আশংকা থাকে, তেমনি গণঅভ্যুত্থানের পরও তাকে নস্যাৎ করার অপচেষ্টা থাকে। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পরাজিত প্রতিক্রিয়াশীল ফ্যাসিবাদী শক্তিও ফিরে আসতে নানাভাবে তৎপর রয়েছে।
তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোন নাশকতা ও অন্তর্ঘাতমূলক তৎপরতার বিরুদ্ধে সচেতন থাকতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি বলেন, ছাত্র জনতা জেগে আছে।এবার তাদেরকে আর পরাজিত করা যাবেনা।
তিনি জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করে দেশের কয়লা গ্যাসসহ জাতীয় সম্পদের উত্তোলন ও উপযুক্ত ব্যবহারের নীতি গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।
তিনি জ্বালানির ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে আনারও দাবি জানান।তিনি ফুলবাড়ী চুক্তি সম্পুর্ন বাস্তবায়নে আহবান।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্য পার্টির রাজনৈতিক পরিষদের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
সভার শুরুতে জাতীয় কমিটির সংগ্রামী আহবায়ক ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবন্দ এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়