মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাজেকে পর্যটকদের ভ্রমণে ৩দিনের নিষেধাজ্ঞা
সাজেকে পর্যটকদের ভ্রমণে ৩দিনের নিষেধাজ্ঞা
খাগড়াছড়ি প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় আগামী ৩দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকালে রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
গত ১৯ ও ২০ ডিসেম্বর খাগড়াছড়ি রাঙামাটি সৃষ্ট দাঙ্গার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন প্রশাসন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামী ৩ দিন পর্যটকদের না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।