বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে টায়ার কারখানায় অগ্নিকান্ড
কালীগঞ্জে টায়ার কারখানায় অগ্নিকান্ড

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ::(৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৮মিঃ) গাজীপুরের কালীগঞ্জে একটি টায়ার কারখানায় অগি্নকান্ডের ঘটনা ঘটেছে৷
১৯ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম এলাকায় ইউরিন কো বাংলাদেশ নামের একটি টায়ার কারখানায় এ অগি্নকান্ডের ঘটনা ঘটে৷ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে৷ কারখানায় কোন শ্রমিক না থাকায় বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি৷
২০ এপ্রিল বুধবার দুপুরে ওই কারখানার ম্যানেজার তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুস সাত্তার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকার ইউরিন কো বাংলাদেশ নামের একটি টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনার খবর পায়৷ সেখানে গিয়ে দুই ঘন্টা চেষ্ঠা করে পরিস্থতি নিয়ন্ত্রণে আনি৷ ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে৷
ইউরিন কো বাংলাদেশ টায়ার কারখানার ব্যবস্থাপক তারিকুল ইসলাম তারেক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, কেউ পরিকল্পিতভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে৷ রাতে স্থানীয় আতাউর রহমান ও বিল্লাল হোসেন নামের দুই নৈশ প্রহরী কর্তব্যরত ছিল৷ কিন্তু ঘটনার সময় বিল্লাল হোসেনকে পাওয়া যায়নি৷ সময় মত ফায়ার সার্ভিসের লোকজন আসায় বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পায় কারখানাটি৷ এ ব্যাপারে বুধবার আমি বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি৷
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) পলি আক্তার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, থানার লিখিত অভিযোগ পেয়েছি৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ