শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনির্বাণ যুব ক্লাবের উদ্যোগে এবং সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেডের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত, সুবিধাবঞ্চিত, অসহায় ৭০ পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে মানবিক উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার করেরহাট বাজারস্থ পোস্ট অফিস রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংক চত্বরে এসব মানবিক উপহার বিতরণ করা হয়।
অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে মানবিক উপহার বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আলমগীর হোসেন, রাজনীতিবিদ ও সমাজকর্মী কামাল উদ্দিন, আসাদ উল্যাহ, জহির উদ্দিন, সমাজসেবক মোতাহের হোসেন রাসেল, প্রজন্মের ভাবনা করেরহাট’র এডমিন দীন মোহাম্মদ দিলু, অনির্বাণ যুব ক্লাবের পৃষ্ঠপোষক রফিকুল ইসলাম।
এছাড়াও মানবিক উপহার বিতরণের সময় সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন বলেন, ২০১৯ সালের ১ জানুয়ারি উক্ত সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ প্রদান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাদক বিরোধী কর্মসূচি, জাতীয় দিবস পালন, জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে আসছে। ২০২৩ সালের ৩০ নভেম্বর তারিখে অনির্বাণ যুব ক্লাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধনপ্রাপ্ত হয় যাহার নিবন্ধন নম্বর-চট্ট- ১২২/২৩।





মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম