শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাছুম আটক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাছুম আটক
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রায়ের বাজার কেন্দুয়া আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট বসান বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। সেই চেক পোস্ট চলাকালীন সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আঠারবাড়ি ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম ভূইয়া মাসুমকে আটক করা হয়। ওই সময় তার হাতে থাকা মুঠোফোন চেক করে গুরুত্বপূর্ন তথ্য পায়। সেই তথ্যে দেখা যায় গত ৩ নভেম্বর আন্দোলন করতে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে এমন একটি ম্যাসেজ দেয় বিভিন্ন নেতৃবৃন্দকে। পরে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা অস্থিতিশীল হতে পারে এমন আশংকায় তাকে বৃহস্পতিবার সন্ধা সাতটায় ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম ভূইয়া মাসুমকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান
আজ ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
ইউএনও’র উদ্যোগে ঈশ্বরগঞ্জে ১৪০ স্কুলে বার্ষিক পরীক্ষা সম্পন্ন
ঈশ্বরগঞ্জে মাইকিং করে প্রাথমিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় নেই আগের জৌলুস
ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ
ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি