মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শ্রমিক দলের আনন্দ মিছিল
ঈশ্বরগঞ্জে শ্রমিক দলের আনন্দ মিছিল
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় দেশ নায়ক তারেক রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল কমিটি ও ময়মনসিংহ জেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উক্ত আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২৬ ডিসেম্বর নব গঠিত কমিটিতে তাজুল ইসলাম রয়েলকে আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা এবং তোফাজ্জল হোসেনকে আহবায়ক ও হাদিস মিঞাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ পৌর শাখা কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল এর নেতৃত্বে পৌর শহরের ছাগল বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ছাগল বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক খলিলুর রহমান বাচ্চু, আবু তাহের, ফরিদ হাসান, মঞ্জুরুল হক, শামছুল হুদা দুলাল, সদস্য আলী ইসলাম, আকাইদ হাসান, হুমায়ুন কবির, পৌর শ্রমিক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক মোস্তফা, জামাল হোসেন, আব্দুল কাদির, সদস্য সচিব হাদিস মিঞা, সদস্য আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, কামরুল হাসান, দুলাল মিয়া প্রমুখ।





ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় বড় ভাইকে দেখতে এসে হামলার শিকার
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান
আজ ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস