শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » কুষ্টিয়া » বিএনপি নেতার বাড়িতে মিলল ইয়াবাসহ ২০ লাখ টাকা
বিএনপি নেতার বাড়িতে মিলল ইয়াবাসহ ২০ লাখ টাকা
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় বিএনপি নেতার ছেলে ও স্ত্রীকে আটক করা হয়েছে। ১৯ তারিখ রবিবার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকন (২০)। দৌলতপুর থানার (ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালান যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়। লিয়াকত মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না। লিয়াকত মেম্বার বৈরাগীরচর এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লিয়াকত মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী বিএনপির নেতাদের সাথে তার খুব ঘনিষ্ঠতা। তিনি মাদক ও অস্ত্রের ডিলার। অভিযানের বিষয়টি টের পেয়ে লিয়াকত পালিয়ে যায়। স্থানীয়রা আরও বলেন, আটক লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা শিক্ষকতার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার ছেলে আব্রাহাম লিংকনও তাদের ব্যবসার সাথে জড়িত। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়ালেখা করে। লিয়াকত দেশব্যাপী মাদক ও অস্ত্র ব্যবসা করে। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সাথে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা করেছে।
এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।





চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার
ঘরে ঘরে আলাউদ্দিন তৈরী করো