বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » পর্যটন » বাইসাইকেলে মার্কিন নাগিরকের বিশ্বনাথ ভ্রমণ
বাইসাইকেলে মার্কিন নাগিরকের বিশ্বনাথ ভ্রমণ

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার এক মার্কিন নাগরিক বাইসাইকেলে ভ্রমন করেছেন ৷ তার নাম হার্নি ওয়াকলী৷ বয়স ৩০ বছল ৷ ভ্রমন শেষে ওই যুবক বাইসাইকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা দিয়ে সিলেট পৌছেন ৷ ওই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ৷
সূত্রে জানা যায়, বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্যে গত ৩ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আগমন করেন মার্কিন নাগরিক হর্ানি ওয়াকলী ৷ গত ৭ অক্টোবর দুপুরে বাস যোগে ঢাকা থেকে সুনামগঞ্জ জেলায় তিনি পৌঁছেন ৷ সেখানে বাইসাইকেল যোগে জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানা এলাকা ভ্রমণ করেন ৷ গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ থেকে বাইসাইকেল যোগে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিশ্বনাথের লামাকাজী এলাকা হয়ে সিলেট শহরে পৌছেন ৷ এসময় বিশ্বনাথ এলাকা দিয়ে বিদেশী নাগরিক বাইকেল যোগে যাওয়ার খবর পেয়ে এলাকার উত্সুক জনতা তাকে এক নজর তাকে দেখতে ভিড় করেন ৷
থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, এলাকা অনিরাপদ নয়, নিরাপদ, তাই ওই মার্কিন নাগরিক নিরাপদেই বাইসাইকেল যোগে সিলেট শহরে যান ৷
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে জাপানি নাগরিক কোনিয়ো হোশি ও ইতালি নাগরিক তাভেল্লা চেজারকে হত্যা করা হয় ৷ বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার পর দেশে তোলপাড় সৃষ্টি হয় ৷ আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.১৮ মিঃ





পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত
পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম
পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু
রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো
মিরসরাইয়ের রূপসী ঝর্নার কুপে ডুবে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু