শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন কমিটি গঠন
রাঙামাটিতে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন কমিটি গঠন
রাজু :: রাঙামাটিতে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন তাদের প্রথম জেলা কমিটি ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানান, আব্দুল্লাহ আল মতিন বাদশা আহ্বায়ক এবং উইলিয়াম জর্জ ত্রিপুরা সহকারী আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাঁচ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ করবে।
সংগঠনটি জানায়, তারা শ্রমিক-কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নিপীড়িত জনগণের মুক্তির লক্ষ্যে কাজ করছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে তারা মনে করে, শ্রমজীবী মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সামাজিক বিপ্লব সফল হতে পারে না। তাই ছাত্র-যুবকদের শ্রমিক-কৃষকদের সঙ্গে ঐক্যবদ্ধ করাই তাদের লক্ষ্য।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের নানা সংকটের বাস্তবসম্মত সমাধান এবং সামগ্রিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। একইসঙ্গে তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে চায়।
সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে রাঙামাটিতে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া উপস্থিত ছিলেন। সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনটি আশা করছে, নতুন নেতৃত্ব রাঙামাটিতে ছাত্র ও যুবসমাজকে আরও সংগঠিত করে সমাজ পরিবর্তনের আন্দোলনকে বেগবান করবে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন