শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নেশাজাত দ্রব্য খাইয়ে দুই বোনকে ধর্ষণ : নারী আটক
নেশাজাত দ্রব্য খাইয়ে দুই বোনকে ধর্ষণ : নারী আটক

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩০মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় জুসের সঙ্গে নেশাজাত দ্রব্য খাইয়ে গার্মেন্টসকর্মী দুই বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ৷ তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন ৷ এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রীকে আটক করেছে পুলিশ ৷
পুলিশ ও স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, ওই এলাকার শাজাহানের বাড়িতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে ৷
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজ শেষে উপজেলার লতিফপুর গ্রামের বাসায় ফিরে দুই বোন৷ এ সময় পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির মালিক শাজাহানের স্ত্রী হোসনে আরার সহযোগিতায় পাশবর্তী বাড়ির মোঃ ফারুক হোসেন (৩৫) কৌশলে ওই দুই বোনকে জুস খেতে দেয় ৷ কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে রাতভর পালাক্রমে তাদের ধর্ষণ করে ফারুক ৷ অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে স্থানীয়দের সহযোগীতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পালিয়ে যায় ফারুক ও তার সহযোগীরা৷ ৩০ এপ্রিল শনিবার সকালে জ্ঞান ফিরলে ঘটনাটি পরিবারের লোকজনকে তারা জানায়৷
শনিবার দুপুরে ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ঘটনায় জড়িত অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক শাহজাহানের স্ত্রী হোসনে আরাকে আটক করে পুলিশ ৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ সাইফুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করতে ভিকটিমদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোতালেব মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ফারুককে গ্রেফতারের চেষ্টা চলছে ৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪