শিরোনাম:
●   দিনাজপুর বন বিভাগের ৫হাজার একর জমি বেদখল ●   রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সংকটের সমাধান করবেনা ●   শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর রাবিপ্রবি প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় ●   হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ রক্ষার দাবিতে মতবিনিময় সভা ●   রাবিপ্রবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৫ ●   সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন ●   বিশ্বেকবির জন্ম জয়ন্তীতে নতুন রুপে আত্রাইয়ের রবীন্দ্র কুঠিবাড়ি ●   ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্মদিনে সেজেছে কুঠিবাড়ি ●   ফটিকছড়িতে ২.৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার ●   খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ৭৯ ভারতীয় মুসলিম পুশ ইন ●   ফটিকছড়িতে রাস্তা দখলে হামলা ●   রাঙামাটিতে সীরাত প্রতিযোগিতার পুরুস্কার ও সনদ বিতরণ ●   প্রতিবেশীকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেফতার ●   সিগারেটে মূল্যস্তর সংখ্যা কমানোর দাবি ●   খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত কর্তৃক পুশইনের ঘটনা রীতিমতো উসকানিমূলক ●   নারীর অসম্মান জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ●   বেতবুনিয়াতে বিদ্যালয়ের সেগুন গাছ বিক্রি করার অভিযোগ সভাপতি মংথুই প্রু এর বিরুদ্ধে ●   ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক-২ ●   নারীবিদ্বেষী অশুভ তৎপরতা বহির্বিশ্বেও বাংলাদেশকে খারাপভাবে চিত্রিত করছে ●   মতবিনিময় সভা থেকে দৃশ্যমান কিছু যেন হয় সেই বিষয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ : ডিসি রাঙামাটি ●   বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা ●   ঈশ্বরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-১০ ●   পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স দাখিল মাদরাসা’র অভিভাবক সমাবেশ ●   সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা : অস্ত্রসহ হামলাকারী আটক ●   মিরসরাইয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেলো ব্যবসায়ী অহিদুন্নবী’র ●   মে দিবসে সবাই শ্রমিকের পক্ষে বলে, কিন্তু তাদের অধিকার দেয়না ●   গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » দিনাজপুর বন বিভাগের ৫হাজার একর জমি বেদখল
প্রথম পাতা » অপরাধ » দিনাজপুর বন বিভাগের ৫হাজার একর জমি বেদখল
সোমবার ● ১২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনাজপুর বন বিভাগের ৫হাজার একর জমি বেদখল

--- রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ৫ হাজার একর জমি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা দখলে। বনভূমির জায়গায় জবরদখলকারীরা রিসোর্ট-কটেজ, হাটবাজার, ঘরবাড়ি, কৃষিজমি ও বাগান তৈরি করে, জমি দখলের মহোৎসব চলছে।
কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না বন বিভাগের জমি। দখলদারদের দাপটের কাছে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অসহায় ও জনবলের সংকট।

জানা যায়, বন বিভাগের নবাবগঞ্জ কুশদহ বিটে ১২০০ একর জমি দখল করে গড়ে উঠেছে চাপাইপাড়া, হঠাৎপাড়া, কুষ্টিয়াপাড়া ও হামিদপুর গ্রাম। এরমধ্যে গত ৭ আগস্ট আরও ৮ একর জমি দখল হয়েছে। অবশিষ্ট আছে মাত্র ৪০ একর জমি। মধ্যপাড়া রেঞ্জের ৬ হাজার ৮০০ একর জমির মধ্যে ইতিমধ্যেই প্রায় ৫ হাজার একর ভূমি বেদখলে চলে গেছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জের কর্মকর্তা আল আমিন হক জানান, বনের ভেতরেই গড়ে উঠেছে একাধিক বনখেকো স’মিল। পার্বতীপুর উপজেলায় স’মিল রয়েছে ৭৪টি। তার মধ্যে ৬০টিই অবৈধ। এসব অবৈধ স’মিল মালিকদের নামে ২৬টি মামলা হওয়ার পরেও তারা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবার একই কাজ করছেন। তারপরও প্রতি মাসে একটা করে ফৌজদারি মামলা হচ্ছে। বিধি-সংরক্ষণ বন বিভাগ থেকে ৫ কিমির মধ্যে কোনো স’মিল স্থাপন করতে পারবে না। শহরে স্কুল-কলেজ ও বাসাবাড়ি থেকে ২০০ কিমি দূরত্বে স’মিল করতে পারবে না।

পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জ সূত্রে বলা হয়েছে, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার বন বিভাগ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপাড়া রেঞ্জ। এ রেঞ্জের অধীনে রয়েছে মধ্যপাড়া সদর, নবাবগঞ্জ কুশদহ বিট, আফতাবগঞ্জ বিট, ভবানীপুর বিট ও পার্বতীপুর উপজেলা নার্সারি। আফতাবগঞ্জ বিটে ২৬০০ একর, মধ্যপাড়া বিটে ১৪০০ একর, নবাবগঞ্জ কুশদহ বিটে ১২০০ একর ও ভবানীপুর বিটে ১৬০০ একর বনভূমি রয়েছে। মধ্যপাড়া রেঞ্জে মোট ৬ হাজার ৮০০ একর বনভূমি থাকার কথা থাকলেও বর্তমানে বনভূমি আছে মাত্র ১ হাজার ৮০০ একর। আর বাকি ৫ হাজার একর বনভূমি বেদখলে চলে গেছে। এভাবে মধ্যপাড়া বন বিভাগের জমি দখলের পর বিক্রিও করে দিচ্ছেন কেউ কেউ। কেটে ফেলা হচ্ছে হাজার হাজার গাছ। রাতের আঁধারে গাছ কেটে নিয়ে ধীরে ধীরে তা কৃষিজমিতে রূপান্তর করে চাষাবাদ শুরু করেছে দখলকারীরা।

স্থানীয়রা জানান, ২০১৫ সালে পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জের অধীন নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বন বিট সংলগ্ন বিনোদন পার্ক ‘স্বপ্নপুরী’ মালিক বন বিভাগের ৩৭ একর জায়গার দখল নিতে সেখানকার ১০৪ শালগাছ কেটে ফেলে দেন। এ ঘটনায় স্বপ্নপুরীর জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজানসহ ৫ জনকে আসামি করে একটি মামলা করে বন বিভাগ। এ বিষয়ে জানতে চাইলে স্বপ্নপুরীর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, এই জমি তাদের। বন বিভাগ কবে নিয়েছে, তা তাদের জানায়নি। আমাদের হাতে জমির রেকর্ড, খাজনা-খারিজসহ যাবতীয় প্রমাণাদি রয়েছে।’

বন বিভাগের জমি দখলের উদ্বেগজনক চিত্র তুলে ধরে পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জের কর্মকর্তা আল আমিন হক আরও বলেন, ‘আমি দায়িত্বে আসার আগে বন বিভাগের জায়গাগুলো দখল হয়ে গেছে। আমি আসার চার মাসে একাধিক নোটিস দেওয়ার পরেও তারা দখল ছাড়েনি। এদের বিরুদ্ধে একাধিক মামলাও দেওয়া হয়েছে। পার্বতীপুরের হরিরামপুর মৌজার ১৩২ একর জমির মধ্যে টিকে আছে মাত্র ২ একর। সেসব জমিরও অর্ধেক গাছ কেটে ফেলা হয়েছে। তবে জবরদখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধারে মাঠে সরব রয়েছে বন বিভাগ। চলমান রয়েছে ৬০০টি মামলা। গত ৪ মাসে ৩০ একর জায়গা দখলমুক্ত করেছে বন বিভাগ।’ চলতি অর্থবছর আরও জমি উদ্ধার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বন বিভাগের জমি থেকে ৮ দোকান উচ্ছেদ : এদিকে গত মঙ্গলবার বিকেলে মধ্যপাড়া বাজার এলাকায় বন বিভাগের জয়গা দখল করে স্থাপন করা ৮টি দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। এ সময় দিনাজপুর বন সংরক্ষক সহকারী রেঞ্জ কর্মকর্তা তানভিরুল ইসলাম নাহিদ ও নুরন্নাহার উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও গ্রাম পুলিশ। এর আগে গত ৬ ফেব্রুয়ারি বন বিভাগের জমি থেকে ১৫ লাখ টাকা মূল্যের আকাশমণি ও শালগাছের ৪০০ টুকরা উদ্ধার করা হয়েছে। চোরাই গাছ রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করতে গিয়ে বনপ্রহরী আতিকুল ইসলাম, রুহুল আমিন, জনি, সহযোগী ওয়াচার মাজেদুল হক, আজিজুল হক গুরুতর আহত হন। গত চার মাসে প্রায় কোটি টাকা সম্পত্তি উদ্ধার করেছে বন বিভাগ।





আর্কাইভ