শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি পৌর কমিটি গঠন ●   আন্তর্জাতিক ‘আদিবাসী’ দিবসকে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী চক্রান্ত ●   রাউজানে আগ্নেয়ান্ত্রসহ গ্রেপ্তার-১ ●   গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ●   গাজিপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ●   নির্বাচন সংক্রান্ত ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমে আসবে ●   কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার ●   পাইশিখই মারমার উপর সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়েছে পিসিসিপি ●   আত্রাইয়ে জুলাই যোদ্ধাদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন ●   খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল ●   গণ -অভ্যুত্থানের বিজয়কে খন্ডিত করা ফেলা হচ্ছে ●   কাউখালীতে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ●   রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে ●   রাতে ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হলো কাপ্তাই লেক এর ১৬ টি জলকপাট ●   অজ্ঞাত কারণে জুলাই ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ায় অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রাখা হয়েছে ●   আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপি নেতা আটক ●   খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ●   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন ●   ঝালকাঠিতে জুলাই যোদ্ধা পরিচয়ে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ ●   জুলাই গণ-অভ্যুত্থানে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির এমডি সাইফুল বদলি : নতুন এমডি আবু তালেব ●   ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক ●   ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা ●   উচ্চ শিক্ষায় নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী ●   জুলাই সনদের পর জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানার কোন অবকাশ নেই ●   ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার ●   পঞ্চাশ বছর ধরে ভোগাচ্ছে একটি রাস্তা : কচুগাছ রোপণ করে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   ই-সিগারেট কারখানা স্থাপনের অনুমোদন না দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রজ্ঞা-আত্মা ●   বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু ●   পার্বতীপুরে জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার-২৩
রাঙামাটি, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » আব্দুল্লাহপুর ইউপি স্বাস্থ্যকেন্দ্র প্রসূতি সেবায় দৃষ্টান্ত রাখছে
প্রথম পাতা » চট্টগ্রাম » আব্দুল্লাহপুর ইউপি স্বাস্থ্যকেন্দ্র প্রসূতি সেবায় দৃষ্টান্ত রাখছে
রবিবার ● ২২ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আব্দুল্লাহপুর ইউপি স্বাস্থ্যকেন্দ্র প্রসূতি সেবায় দৃষ্টান্ত রাখছে

--- মোহাম্মদ রফিকুল ইসলাম (চট্টগ্রাম) ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ির আবদুল্লাহপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র প্রসুতি সেবায় দৃষ্টান্ত হয়ে উঠছে।
যেটি এখন শুধু স্বাস্থ্যকেন্দ্র নয়, প্রসূতিদের কাছে নিরাপদ প্রসবের এক অনন্য ঠিকানা।
একসময় অযত্নে পড়ে থাকত ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। নামমাত্র সেবা দেওয়া হতো এখানে। অন্য রোগীদের মতো প্রসূতিরাও সব সময় ছুটে যেতেন উপজেলা কিংবা শহরের দিকে। এখন বদলে গেছে এই কেন্দ্রের সেবা কার্যক্রম। প্রসূতি সেবাদানে কেন্দ্রটি এখন অনন্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ইতিমধ্যে এটির সুনাম ছড়িয়েছে পুরো ইউনিয়নজুড়ে। এখানে ২৪ ঘণ্টা প্রসূতিরা আসেন নিরাপদে সন্তান প্রসবের জন্য। বিনা খরচে প্রসব শেষে হাসিমুখে ফেরেন বাড়িতে।
সন্তান সম্ভাবা স্ত্রীর প্রসব পরবর্তী খরচের কথা চিন্তা করে ১০ হাজার টাকা জমান পার্শ্ববর্তী দিনমজুর আমীর হোসেন। সব খরচ মিলিয়ে হাজার খানেকে সব মিটে যাওয়ায় বেজায় খুশি তিনি। স্থানীয়দের পরামর্শে স্ত্রীকে ওই কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন। তিনি জানালেন, ‘নিজের সন্তান এখানে জন্ম নেয়। এতে আমি খুশি। আমি আবিভূত।’
শুধু আবদুল্লাহপুরের প্রসূতিরা নন, আশপাশের গ্রাম ও উপজেলার প্রসূতিরাও আসেন এখানে। ইতিমধ্যে গত কয়েকবছর ধরে উপজেলায় মডেলের স্বীকৃতিও পেয়েছে কেন্দ্রটি। কেন্দ্রটিতে গত মাসে ১২ জন নরমাল শিশু জন্মগ্রহণ করেছে। এএনসি ১১ ও পিএনসি সেবা নিয়েছেন ৭ জন। ২.৩ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নটিতে লোকসংখা ৬ হাজার ৮১৩ জন।
কীভাবে হলো এমন চিত্র। দীর্ঘ ১১ বছর ধরে সেবা দেওয়া সেই মানুষটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) ইন্দিরা বড়ুয়া। যার ছোঁয়া পেয়ে প্রসূতিরা হয়ে যান সুস্থ। পান দারুণ পরিচর্যার ছোঁয়া।

উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে আবদুল্লাহপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। বাইরে ছিমছাম পরিবেশ। ভেতরে ঢুকতেই মন জুড়ানো দৃশ্য। প্রসূতি মায়েদের ডেলিভারি কক্ষটি দারুণ। প্রসূতিদের কাউন্সেলিং-এর কক্ষটিও বেশ পরিপাটি।
ঘুরে ঘুরে দেখা হয়, সব কিছুই যেন ঝকঝকে। এখানে ডপলার মেশিন, পালস অক্সিমিটার, অক্সিটক্সি ইনজেকশন, প্রেশার যন্ত্র, ওজন যন্ত্র, নেবুলাইজার, বেবি টেবিল থেকে শুরু করে মায়েদের প্রসব-পূর্ববর্তী ও পরবর্তী সব সুবিধা রয়েছে।
পরিবার কল্যাণ কার্যালয় সূত্র মতে, উপজেলার ২০টি ইউনিয়নের সব ক’টিতেই প্রসূতি সেবার সব সুবিধা রয়েছে। সম্প্রতি সেবার মান বাড়ানো হয়েছে। কেন্দ্রেটিতে একজন মেডিকেল অফিসার, সাকমো মো. আবুল বাশার, এফপিআই উৎপল বড়ুয়া, মাঠকর্মী নিপা বড়ুয়া, সুচিত্রা বড়ুয়া, লাকী রানী আচার্য্য ও আয়া কর্মরত। খালি ফার্মাসিস্ট ও নৈশ প্রহরীর পদ।
কথা হয় সেই পরিবার কল্যাণ পরিদর্শিকা ইন্দিরা বড়ুয়ার সাথে। তিনি বলেন, ‘প্রতি মাসে ১০-১৫ শিশুর জন্ম হয় এখানে। ফলে প্রসূতি নারীদের জন্য এখন নির্ভরতার জায়গা হয়ে উঠেছে কেন্দ্রটি।’ ইন্দিরা বলেন, ‘চেষ্টা করি গর্ভবতীকে এখানে সেবা দিতে। কিন্তু অনেকে সদরের ক্লিনিকগুলোর প্রতি আস্থা দেখান। তিনি দাবী করেন, ‘গেল ঈদুল আজহায় আমরা সর্বোচ্চ দিয়েছি। মানুষ ছুটিতে আমোদপূর্তি করলেও দায়িত্বের খাতিরে আমরা সেবাটাকে ব্রত হিসেবে দেখেছি। নবজাতকদের আমাদের সন্তান মনে করেছি। এটাই আমাদের বড় প্রাপ্তি।’

ইন্দিরা জানান, ‘কেন্দ্রে আমার থাকার ব্যবস্থা আছে। যে কারণে দিন-রাত সে চিন্তা করতে হয় না। তিনি মনে করেন এখানে যদি একজন নিয়মিত চিকিৎসক দেওয়া হয়, ভালো হবে। প্রসূতিরা সেবার পাশাপাশি অন্যান্য সেবাও বাড়বে।’

আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. অহিদুল আলম বলেন, ‘চেষ্টা করি সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে যেন সেবাটা ঠিক হয় সেটা বোঝানোর। ইন্দিরাও যথেষ্ট সেবা দেন। ফলে দিনে দিনে কেন্দ্রটির সুনাম ছড়িয়ে এখন সর্বত্র।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাউসার আকতার পপি বলেন, ‘পুরো উপজেলায় মডেল কেন্দ্র এটি। প্রতিনিয়তই এখানে সেবাগ্রহীতা প্রসূতির সংখ্যা বাড়ছে। মান বাড়িয়ে সার্বিক তত্ববধানে সেখানে মানুষ ভালো সেবা পাচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘দেশে স্বাস্থ্যসেবার মান অনেক বেড়েছে। বেড়েছে মানুষের চাহিদাও। প্রসূতি সেবাদানে স্বাস্থ্যকেন্দ্রটি মডেল হিসেবে স্বীকৃত। আশা করি এ ধারা অব্যাহত থাকবে।’

ফটিকছড়িতে বাসচাপায় মোটরবাইক আরোহী নিহত

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মোহাম্মদ রাজু (২৫) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২২ জুন) দুপুরে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো কড়ই বাগান এলাকার ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার সাইদুল হক প্রকাশ লাকি’র পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বারইয়ারহাট থেকে মোটরবাইকে করে নিজ বাড়ি হেঁয়াকো ফিরছিলেন রাজু। পথে কড়ই বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়িগামী ইকোনো বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)