শিরোনাম:
●   আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান ●   নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের ●   পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি ●   রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে ●   কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন ●   আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম ●   শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ ●   শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর ●   আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে ●   কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ●   চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ ●   বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর ●   আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল ●   ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ●   প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক ●   পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার ●   মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন ●   কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা ●   চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন ●   বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা ●   প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে ●   আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার ●   ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো ●   বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় ●   কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন ●   বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন ●   বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন ●   মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
রাঙামাটি, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে কৃষকদের দিনব্যাপী ফলমেলা
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে কৃষকদের দিনব্যাপী ফলমেলা
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে কৃষকদের দিনব্যাপী ফলমেলা

--- ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ মে উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল উৎপাদনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম ইতিমধ্যেই ভালো সাড়া ফেলেছে।

এর আগে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

যুক্তরাষ্ট্রে আবারো কাউন্সিলর হিসেবে নির্বাচিত ফটিকছড়ির কৃতি সন্তান শাহানা হানিফ মুনমুন

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়ির কৃতি সন্তান শাহানা হানিফ মুনমুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯ নম্বর আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
তিনি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে ইহুদি প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গকে পরাজিত করেছেন।

২০২১ সালে চমক তৈরি করে প্রথমবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে বসেন শাহানা হানিফ মুনমুন। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এর প্রথম বাংলাদেশি নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। শহরটির কাউন্সিলে শাহানাই প্রথম মুসলিম নারী।
তৃণমুল রাজনীতির অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের মতে, এই জয় ব্রুকলিনের রাজনৈতিক চেতনায় একটি নতুন ঢেউ নিয়ে এসেছে। শিক্ষিত ও অভিজাত প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি অর্থসংস্থান এবং প্রতিষ্ঠানের সমর্থন পেলেও, শাহানার পাশে ছিল তরুণ স্বেচ্ছাসেবক ও ছোট ছোট দাতাদের ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা জনগণের মঞ্চ।

শাহানা হানিফের এবারের প্রচারণায় মূল ইস্যুগুলো ছিল—সাশ্রয়ী আবাসন, অভিবাসী অধিকার, জনস্বাস্থ্য ও পুলিশ সংস্কার। কোভিড পরবর্তী নিউইয়র্কে এই ইস্যুগুলোর গুরুত্ব ছিল প্রবল।

১৯৮০ সালে শাহানার বাবা-মা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। প্রথমে তারা কুইন্সের জ্যাকসন হাইটসে থাকতেন, পরে কেনসিংটনে চলে যান। শাহানা হানিফ উচ্চশিক্ষা গ্রহণ করেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে, সমাজবিজ্ঞান ও নারী অধিকারে। সেখানেই তার রাজনৈতিক চেতনার বীজ রোপিত হয়। মাত্র ২৯ বছর বয়সে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত মুসলিম নারী হিসেবে নিউ ইয়র্ক সিটির কাউন্সিলর নির্বাচিত হন।

জয়ের পর এক বিবৃতিতে শাহানা হানিফ নিউইয়র্কবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, জনগণ তাঁকে স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করায় তিনি অত্যন্ত ‘আনন্দিত ও গর্বিত’।
এদিকে, শাহানা হানিফ মুনমুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এর কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে তাঁর নিজ এলাকা ফটিকছড়িতে আনন্দের জোয়ার উঠেছে।
এ পদে নির্বাচিত হওয়ায় মুনমুনকে অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণ।
তাঁদের এলাকার বাসিন্দা মোহাম্মদ আনিচ বলেন,শাহানা হানিফের বাবা এলাকায় একজন সমাজসেবক হিসেবে পরিচিত। তাঁদের পরিবার এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং বিভিন্ন বিশেষ দিন উপলক্ষ্য করে দেশে আসেন। সাধারন মানুষের সাথে মিশেন। শাহানা হানিফের এ অর্জনে আমরা গর্বিত ও অত্যান্ত খুশি।

শাহানা হানিফ মুনমুন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মনসুর গোমস্তার বাড়ির আমেরিকা প্রবাসী,
চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে। হানিফ দীর্ঘদিন ধরে স্বপরিবারে আমেরিকার নিউইয়র্ক সিটিতে বসবাস করে আসছেন। তাঁর দুই মেয়ে এক ছেলের মধ্যে মুনমুন সবার বড়।

ফটিকছড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন,
গেল রাতে (মঙ্গলবার) বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান শাহানা হানিফ বিপুল ভোটে নির্বাচিত হয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯তম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে জয়লাভ করেছেন। ফটিকছড়িবাসীর পক্ষে শাহানা হানিফকে
অভিনন্দন জানান তিনি।

ফটিকছড়িতে পরিবেশ দিবসে বৃক্ষরোপণ

ফটিকছড়ি :: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উপলক্ষে প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়। বুধবার (২৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গনে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফুল ও ফলজ গাছের চারা রোপণ করে দিবসটি পালন করা হয়।
এর আগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি বিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গন ঘুরে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন এবং বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক এস এম আক্কাছ। এসময় তিনি বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে আমরা উদ্ভুদ্ধ হয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি অক্সিজেনের জন্য হলেও প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় একটি-দুটি করে গাছ রোপণ করবো।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, ‘প্রানের প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। মানুষ বেইমানি করলেও গাছ কখনো বেইমানি করেনা। কার্যক্রমটি চলমান রাখা দরকার। তাহলেই প্রাণ-প্রকৃতি ও জৈববৈচিত্র রক্ষা পাবে।’
বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক সৈয়দ পারভেজ সোবাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক জানাহারা বেগম, তিলক বৈদ্য, মাওলানা মোরশেদ উদ্দিন, জান্নাতুল নাঈম, মাসুদ আলম, ওমর ফারুক, এমরান আলী, জাকিয়া নাজনীন প্রমুখ।

ফটিকছড়িতে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন প্রদান

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাকৃতি দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারকে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সহায়তায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ৭৬ বান ঢেউটিন প্রদান করা করেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী নিজেই ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তার টিন তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু নাছের উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রতিবছর দুর্যোগে নানাভাবে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিয়ে থাকেন। এরই অংশ হিসেবে প্রশাসনের এই উদ্যোগ। মাঠ পর্যায়ে স্ব স্ব উপজেলা প্রশাসন এসব দিয়ে থাকেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মো. আবদুস সালাম বলেন, ‘সরকারের এই কার্যক্রমের ফলে আমারা মাথা গোঁজার ঠাই পেলাম। সরকার যাতে এ সহায়তা অব্যাহত রাখেন সে ব্যাপারে সবার সহযোগীতা কামনা করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সরকার ক্ষতিগ্রস্থ পরিবারে সহায়তার বিষয়ে খুবই আন্তরিক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই সহায়তা প্রদানের ফলে দু:স্থ পরিবারের লোকজন মাথা গোঁজার ঠাই পেলেন।’
প্রসঙ্গত, বিগত কয়েমাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আগুনে পোড়া এবং প্রাকৃতিক দুর্যোগ ঘুর্ণিঝড়ে সম্পূর্ণ এবং আংশিক ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে  গ্রেফতার-২ পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯ মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)