

মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’ ঝালকাঠি পৌরসভা
কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’ ঝালকাঠি পৌরসভা
গাজী মো গিয়াস উদ্দিন বশির , ঝালকাঠি :: ঝালকাঠি পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে দেরযুগ আগে। কাগজে ‘ক’ কিন্তু বাস্তবে ‘গ’ শ্রেনীর মতো অবস্থা। পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিগত দিনে সব সরকারের আমলেই তাঁদের দলীয় নেতারা মেয়র হলেও নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত হয়নি।
তৃতীয় থেকে দ্বিতীয় তারপরে প্রধম শ্রেণীতে উন্নীত হলেও সেবা বাড়েনি আজো, শুধু নেই আর নেই। পর্যাপ্ত ডাস্টবিন নেই। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। অর্ধেকের বেশি সড়কে নেই সড়ক বাতি। গাড়ি থেকে টোল আদায় হয় অথচ নেই ট্রাকস্ট্যান্ড। সড়কও ভাঙাচোরা। পানি নিষ্কাশন ব্যবস্থাও নাজুক। বর্ষায় কয়েকটি স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
ঝালকাঠিতে ১৬.০৮ বর্গকিলোমিটার আয়োতনের এই পৌর এলাকায় বসবাস ৬০ হাজারের অধিক মানুষের। পৌর করসহ নানা খাতে এ পৌরসভার গত অর্থবছরের বাজেট ছিলো দেরশো কোটি টাকা। যা লক্ষমাত্রা ছুই ছুই। অথচ তার পরেও নাই নাই। পৌরবাসীর প্রশ্ন তারা কবে পাবে ‘ক’ শ্রেণীর পৌরসভার পুর্ণাঙ্গ নাগরিক সেবা।
বর্তমান পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, ‘পৌরসভার উন্নয়ন প্রক্রিয়া চলমান। তার পরও নাগরিক সুবিধা ও জনসেবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কিছু সড়ক সংস্কার করা জরুরি। জলাবদ্ধতা নিরসনে শহরের ভিতর অবস্থিত ৭টি খাল পুন:খনন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কিছু সড়ক ভাঙাচোরা। কিছু সড়কের পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব সড়কে গাড়ি চলছে হেলেদুলে। মসজিদবাড়ি সড়ক, বান্দাঘাট থেকে কাঠপট্টি সড়ক, রুপনগর, ঝালাইকার বাড়িসহ বেশ ক’টি সড়কের বেহাল দশা।
পৌরসভার প্রকৌশলীরা জানান, আগামীতে বরাদ্দ পেলে সকল সড়ক মেরামত করা হবে। এ জন্য প্রকল্পের প্রস্তাবনাও রয়েছে।