

মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ
ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং বিশেষ সম্পদ। তাদের জীবনকে আরও সহজ ও গতিশীল করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ২১শে জুলাই সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ উপজেলার ৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৭টি হুইলচেয়ার ও ২টি ট্রাই সাইকেল বিতরণ করেছে।
হুইলচেয়ার ও ২টি ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান কিবরিয়া, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান কিবরিয়ার বিতরণ অনুষ্ঠানে বলেন, “প্রতিবন্ধীরা আমাদের সমাজের সুবর্ণ নাগরিক। তাদের চলার পথ যেন কোনোভাবেই রুদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে তাদের চলাচলের স্বাধীনতাকে আরও গতিশীল ও বেগবান করার এই প্রচেষ্টা তারই অংশ। আমরা বিশ্বাস করি, এই হুইলচেয়ার ও ট্রাই সাইকেলগুলো তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং সমাজে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ্য করে তোলা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”
তিনি আরো বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদান আমাদের সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই উদ্যোগ তাদের জীবনকে আরও স্বাবলম্বী করতে সাহায্য করবে। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সমাজের প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি তার অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত না হন।”
ঈশ্বরগঞ্জে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
ঈশ্বরগঞ্জ :: পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যা লী বের হয়। র্যা লী শেষে মেলার উদ্বোধন করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলাটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ সেলিনা পারভীন-এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান স্বাগত বক্তব্য দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, এই মেলা কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দিতে সাহায্য করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ঈশ্বরগঞ্জের কৃষি উন্নয়নে এই মেলা একটি মাইলফলক। জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ করে আমাদের কৃষকরা আরও বেশি উৎপাদনশীল হতে পারবেন এবং দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সরকার কৃষকদের পাশে আছে এবং সবসময় তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহীন, ঈশ্বরগঞ্জ অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরাও উপস্থিত ছিলেন।
এই মেলায় বিভিন্ন স্টলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির প্রদর্শনী, নতুন জাতের বীজ, আধুনিক সেচ পদ্ধতি এবং অন্যান্য কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। মেলা পরিদর্শনে আসা কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এবং কৃষি বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। আশা করা হচ্ছে, এই মেলা ঈশ্বরগঞ্জের কৃষকদের মধ্যে জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতির প্রয়োগে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এছাড়াও মেলায় কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক ১০টি স্টল ও ১০টি নার্সারী অংশ গ্রহন করে।