

রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস ২টি হত্যায় ২৪ ঘন্টার মধ্যে ২জন প্রধান আসামীকে গ্রেফতার ও দুর্গাপূজাসহ আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকাল চারটায় রাঙ্গুনিয়া মডেল থানা মিলনায়তনে।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া-রাউজান (এএসপি) সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন (পিপিএম)।
উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোঃ সেলিম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম,সিনিয়র সহসভাপতি রাহাত মামুন, নেজাম উদ্দিন,মোঃ ইদ্রিসসহ অন্যানরা।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি মোঃ বেলায়েত হোসেন জানান, রাঙ্গুনিয়ায় দুটি চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় পেশাদারিত্বের চ্যালেঞ্জ নিয়ে ১দিনের ব্যবধানে দুটি হত্যাকান্ড সংঘটিত হয়েছিল এবং উক্ত হত্যাকান্ডের আসামী সনাক্তের কোন ক্লু ছিলনা। কিন্তু তথ্য প্রযুক্তি ও চৌকশ অভিযানের ফলে ২৪ঘন্টার মধ্যে সংঘটিত হত্যাকান্ডের প্রধান আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিত্তিহীন কল্প কাহিনীকে মিথ্যা প্রমাণিত করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়।
তিনি আরো জানান, দুটি হত্যা মামলায় আসামীরা অজ্ঞাত ছিল। সঠিক তদন্ত ও ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটায় মোঃ রহমত উল্লাহ ও বুধবার রাতে লালানগর খীলমোগলে খোরশেদ আলম খুন হয়েছিল।এতে প্রধান আসামীরা ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার হয়।
তাছাড়া দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি গুজব ও সাম্প্রদায়িক যেকোন উষ্কানিতে কান না দেয়ার আহবান জানান। সবার আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন,সকলের আন্তরিকতা ও সহযোগিতায় এবার দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।