

বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
রাজীব দে, ঢাকা :: রাজধানীর গুলশান-বনানী পূজার মাঠ থেকে মা দুর্গার প্রতিমা বিসর্জনের জন্য নেয়া হয় আশুলিয়ার তুরাগ নদীতে।
বৃহস্পতিবার ২ অক্টোবর, ২০২৫ ইং দুপুর ৩ টায় বনানীর পূজার মাঠ থেকে মা দুর্গার প্রতিমা মাকে বিসর্জন শেষে বনানী পূজা মন্ডপের মাঠে আজ রাত ৮ ঘটিকার সময় পূজা কমিটির নেতৃবৃন্দরা সকলে একত্রিত হন।পরবর্তীতে বনানী দুর্গাপূজার প্রধান পুরোহিত কর্তৃক সকলকে শান্তির জল প্রদান করেন।
এসময় বনানী পূজামন্ডপে উপস্হিত ছিলেন অসীম কুমার জোয়াদ্দার,চৈতন্য কুমার দে চয়ন,তপন কুমার সাহা,রতন কুমার সাহা,বিপুল কান্তি দাস,মেজর আশীষ কুমার মজুমদার (অবঃ),বনমালী মন্ডল,বিনয় কুমার রায়,ডা.বিদ্যুৎ কুমার সাহা,নিখিল রঞ্জন সাহা,চন্দন বিশ্বাস,দেবাশীষ রায়,নারী কমিটির সদস্য সোমা সাহা,জয়ন্তী দত্ত,শিপ্রা দে, পূর্ণিমা বিশাখা,রাজশ্রী মজুমদার,অনিতা দাস সহ পূজা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।