মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক ও তার পরিবারের বিরুদ্ধে গত ৩০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ তোলেন ও তা সোসাল মিডিয়ায় প্রকাশিত হলে তিনি তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়লে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। বিগত আড়াই মাস পূর্বে পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ কোটোয়াল পাড়া গ্রামে একটি হত্যাকান্ড সংঘটিত হয়। বিভিন্ন পত্রিকা, অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় হত্যাকান্ডটি ঘটেছিল পরকীয়া প্রেমের জের ধরে। কিন্তু বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে উক্ত হত্যাকান্ডে নিহত মাহাফিজুল ইসলামের ছেলে সজীব ইসলামকে ভুলভাল বুঝিয়ে প্ররোচিত করে তাকে দিয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক ও তার ভাই সংসদ সদস্য, পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর)-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী এজেডএম রেজওয়ানুল হককে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কথা উল্লেখ করে জাতীয় প্রেসক্লাবে গত ৩০ নভেম্বর এক সংবাদ সম্মেলন করেন। তিনি তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং প্রতিবাদ জানান। ভবিষ্যতে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে এ ধরনের ভূয়া মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ না করার আহ্বান জানান। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: আকরাম হোসেন মাষ্টার, কোষাধ্যক্ষ সাবেক পৌর প্যানের মেয়র জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খয়রাত কাজি, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়েজুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনজুরুল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল হকসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।





রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল এর দাবিতে আন্দোলনের হুমকি
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
পার্বতীপুর প্রেসক্লাবের তফশিল ঘোষণা : ভোট গ্রহণ ৯ ডিসেম্বর
পার্বতীপুরে মোকছেদুল আলম এর বিরুদ্ধে মানববন্ধন
পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা
পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ
পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার